Physical Harassment: চা খেতে যাওয়ার নামে কল সেন্টার কর্মীকে গাড়িতে তুলে গণধর্ষণ! ভয়ঙ্কর অভিযোগ খাস কলকাতায়
Physical Harassment: বছর উনিশের ওই যুবতীর অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ এবং গতকালই দু'জন অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। এর পাশাপাশি আরও এক অভিযুক্তের নাম উঠে আসছে পুলিশি তদন্তে, সেই যুবকেরও খোঁজ চালাচ্ছে প্রগতি ময়দান থানার পুলিশ।
কলকাতা: শহর কলকাতার বুকে ফের এক নারকীয় নির্যাতনের অভিযোগ। চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার এক যুবতী। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে প্রগতি ময়দান থানা এলাকায়। জানা যাচ্ছে, রাতে চা খেতে যাওয়ার নাম করে নির্যাতিতা ওই যুবতীকে একটি গাড়িতে তুলেছিল বেশ কয়েকজন যুবক। এরপর ওই গাড়িটি বাসন্তী হাইওয়ের উপর বেশ কয়েকটি জায়গায় ঘুরতে থাকে এবং শেষে ধাপার কাছে এসে গাড়ির মধ্যেই যুবতীর সঙ্গে কুকর্ম চালানো হয় বলে অভিযোগ। রবিবারের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর গতকালই প্রগতি ময়দান থানায় অভিযোগ জানান নির্যাতিতা যুবতী।
বছর উনিশের ওই যুবতীর অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ এবং গতকালই দু’জন অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। এর পাশাপাশি আরও এক অভিযুক্তের নাম উঠে আসছে পুলিশি তদন্তে, সেই যুবকেরও খোঁজ চালাচ্ছে প্রগতি ময়দান থানার পুলিশ। চা খেতে যাওয়ার নাম করে যুবতীকে গাড়িতে তুলেছিল অভিযুক্তরা, তাহলে কি ধৃতরা যুবতীর পূর্ব পরিচিত ছিল? প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃতদের মধ্যে একজন যুবক নির্যাতিতার পূর্ব পরিচিত ছিল। পাশাপাশি এও জানা যাচ্ছে, ওই যুবতী এক কল সেন্টারে কাজ করতেন এবং মাস তিনেক আগে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল। অভিযুক্তদের দফায় দফায় জেরা করে ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ এবং তৃতীয় অভিযুক্তর খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে গণধর্ষণের অভিযোগে ধৃত দুই যুবককে মঙ্গলবার পেশ করা হয়েছিল আলিপুর আদালতে। পুলিশের তরফে এদিন অভিযুক্তদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আর্জি জানানো হয়। ধৃত দুই অভিযুক্তকে জেরা করে এই ঘটনার সঙ্গে যুক্ত বাকিদেরও সন্ধান চালাতে চাইছে পুলিশ। এদিন দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক ২২ মার্চ পর্যন্ত অভিযুক্তদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।