Abhijit Ganguly: ‘নিজেকে হিন্দু বলতে আমি লজ্জিত নই’, অকপট বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি

Abhijit Ganguly: অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎবাবু বললেন, 'নিজেকে হিন্দু বলতে আমি লজ্জিত হই না। আমি ধর্মাচরণ করি। আমি উপরওয়ালায় বিশ্বাস করি।' পাশাপাশি বিজেপির প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এও বললেন যে বিজেপি সংখ্যালঘুদের উপর অত্যাচার করে, একথায় তিনি বিশ্বাস করেন না।

Abhijit Ganguly: 'নিজেকে হিন্দু বলতে আমি লজ্জিত নই', অকপট বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি
অভিজিৎ গঙ্গোপাধ্যায়Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 12, 2024 | 3:48 PM

কলকাতা: বিচারপতির পদ ছেড়ে এখন তিনি রাজনীতিক। অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর রাজনৈতিক লড়াইয়ের জন্য বেছে নিয়েছেন বিজেপির সঙ্গ। বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। কেন বিজেপিকে বেছে নিলেন? ‘না বললেই নয়’ অনুষ্ঠানে টিভি নাইন বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টচার্যের সঙ্গে একান্ত আলাপচারিতায় সে কথা তুলে ধরলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কথা প্রসঙ্গে এও জানালেন, তিনি নিজেকে হিন্দু বলতে লজ্জিত বোধ করেন না।

অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎবাবু বললেন, ‘নিজেকে হিন্দু বলতে আমি লজ্জিত হই না। আমি ধর্মাচরণ করি। আমি উপরওয়ালায় বিশ্বাস করি।’ পাশাপাশি বিজেপির প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এও বললেন যে বিজেপি সংখ্যালঘুদের উপর অত্যাচার করে, একথায় তিনি বিশ্বাস করেন না। অভিজিৎবাবুর কথায়, তিনি রাজনীতিতে পা রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর, কোন দলে যোগ দেবেন তা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখেছেন কয়েকদিন ধরে। তাঁর কাছে বামেদের থেকেও প্রস্তাব এসেছিল। যাদবপুর থেকে তাঁকে ভোট দাঁড় করাতে চেয়েছিল বামেরা। কিন্তু শেষ পর্যন্ত তিনি বিজেপিকেই বেছে তাঁর রাজনৈতিক জীবনের জন্য।

অভিজিৎবাবু বলেন, ‘যখন আমার মাথায় এল রাজনীতিতে যোগ দেওয়া যেতে পারে, তখন আমি বিচার বিবেচনা করে দেখেছি। আমি পাঁচ দিন কোর্টে বসিনি। ছুটি নিয়ে বাড়িতে বসেছিলাম। সেই পাঁচ দিন ক্রমাগত চিন্তা করে গিয়েছি, কোন রাজনৈতিক দলে যাওয়া উচিত, কার সঙ্গে মিলছে, কার সঙ্গে মিলছে না। সব দিক বিবেচনা করে দেখেছি।’ তবে সিপিএমে না গেলেও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বেশ প্রশংসাও শোনা যায় অবসরপ্রাপ্ত বিচারপতির মুখে।