Panchayet Elections: পঞ্চায়েতে লড়তে চায় অনীত থাপার দল, প্রতীক চেয়ে এবার নির্বাচন কমিশনের দুয়ারে
Anit Thapa: এদিন বিকেল প্রায় তিনটে নাগাদ রাজ্য নির্বাচন কমিশন অফিসে যান অনীত থাপা।
কলকাতা: সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ভোটের দামামা বেজে গিয়েছে। প্রতিটি রাজনৈতিক দলই নিজের নিজের মতো করে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার কলকাতায় অনীত থাপা। গেলেন রাজ্য নির্বাচন কমিশনের অফিসে। দার্জিলিং ও কালিম্পঙে পঞ্চায়েত ভোটে অংশ নিতে চায় অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। এই বিষয়ে আগ্রহের কথা জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন অনীত থাপা। রেজিস্ট্রার্ড রাজনৈতিক দল হলেও এদের কোনও প্রতীক ছিল না। সেই কারণে প্রতীক চেয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে গিয়েছে অনীত থাপার দল। কমিশনের থেকে তারা জোড়া মোমবাতির প্রতীক চেয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, এদিন বিকেল প্রায় তিনটে নাগাদ রাজ্য নির্বাচন কমিশন অফিসে যান অনীত থাপা।
প্রসঙ্গত, দীর্ঘ দুই দশকের বেশি সময় পেরিয়ে এসে পাহাড়ে ফের পঞ্চায়েত নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। সেই মতো পাহাড়ে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। পাহাড়ের রাজনীতিতে এখন অনীত থাপার দল শক্তি অনেকটাই বাড়িয়েছে। অতীতে জিটিএ নির্বাচনে জয়, তারপর দার্জিলিং পুরসভা নিজেদের দখলে রাখায় সফল হয়েছে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। এবার অনীত থাপার দল পঞ্চায়েত নির্বাচনের ময়দানেও নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি কার্শিয়াঙে একটি জনসভার আয়োজন করেছিলেন অনীত থাপা। সেই সভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছেন তিনি। ময়দানে নেমে পড়ার স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। আর এরই মধ্যে এবার কলকাতায় এলেন গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতা অনীত থাপা। জোড়া মোমবাতি প্রতীক চেয়ে কমিশনের কাছে আবেদন জানিয়েছেন তারা।
পঞ্চায়েত ভোট নিয়ে এখনও পর্যন্ত কোনও দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে হামরো পার্টি ও গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার তরফে ইতিমধ্যেই পাহাড়ে প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। অনীত থাপার দলের পাশাপাশি হামরো পার্টিও বেশ কিছু কর্মসূচি, সভা, সমাবেশ করছে। এখন দেখার পরবর্তীতে পাহাড়ের পঞ্চায়েত ভোটের গতিপ্রকৃতি কেমন মোড় নেয়।