App Cab Driver: শিয়ালদহ থেকে ক্যাব বুক করেছিলেন মহিলা, গাড়িতে উঠতেই যা শুরু করল চালক…

App Cab Driver: বচসা চলাকালীন গাড়ি থামিয়ে চালক আরও বেশ কিছু লোকজন ডেকে মহিলা ও তাঁর দাদার ওপরে চড়াও হয়। মারধরও শুরু হয়ে যায়। ওই সময়েই মহিলার সোনার হার ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

App Cab Driver: শিয়ালদহ থেকে ক্যাব বুক করেছিলেন মহিলা, গাড়িতে উঠতেই যা শুরু করল চালক…
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2023 | 1:35 PM

কলকাতা: শহরে ফের অ্যাপক্যাব চালকের দৌরাত্ম্য। মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ। কটূক্তি ও মারধরও করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় শিয়ালদহ (Sealdah Station) থেকে একটি অ্যাপক্যাব বুক করেন মহিলা। অভিযোগ, গাড়িতে ওঠার পর থেকেই চালক পিছনের সিটে বসে থাকা মহিলা যাত্রীর সঙ্গে আকার ইঙ্গিতে অভব্য আচরন করতে শুরু করেন। ক্যাব চালক গাড়ি নিয়ে নির্দিষ্ট রুটে ধরে গন্তব্যেস্থলের দিকে না গিয়ে, ঘুর পথে যেতে থাকে বলেও অভিযোগ। গাড়িতে থাকা মহিলার দাদা প্রতিবাদ করতেই শুরু হয় বচসা।

বচসা চলাকালীন গাড়ি থামিয়ে চালক আরও বেশ কিছু লোকজন ডেকে মহিলা ও তাঁর দাদার ওপরে চড়াও হয়। মারধরও শুরু হয়ে যায়। ওই সময়েই মহিলার সোনার হার ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে ঝামেলা দেখে ঘটনাস্থলে ছুটেছেন কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ। পুলিশকে আসতে দেখেই গাড়ি নিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অ্যাপক্যাব চালক। 

এ ঘটনায় শনিবার রাতেই ওই মহিলা আমহার্স্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খোঁজ শুরু হয়েছে চালকের। ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। গাড়ির নম্বর ধরে চালকের খোঁজ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, প্রথমিক ভাবে দু-পুক্ষের মধ্যে হাতাহাতি ও বচসার ছবি দেখা গিয়েছে। মহিলার তরফে অ্যাপক্যাব চালকের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা কতটা যথার্থতা আছে তাও জানার চেষ্টা করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকেও।