Winter Weather Update: পৌষের শুরুতেই হাড়-কাঁপানো ঠান্ডা বাংলায়, শীতলতম দিন কলকাতায়
Winter Weather Update: মৌসম ভবন বলছে, ২২ ডিসেম্বর থেকে খানিকটা হলেও বদলাতে পারে পরিস্থিতি। বাড়বে পারা। সে ক্ষেত্রে বড়দিনের মধ্যে খানিকটা হলেও শহরের তাপমাত্রা উপরের দিকে থাকবে। তবে আগামী এক সপ্তাহ শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
কলকাতা: পৌষের শুরুতেই বাড়ল শীতের (Winter) দাপট। আরও কমল সর্বনিম্ন তাপমাত্রা। আজ মরসুমের শীতলতম দিন কলকাতার। আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। জেলায় ঠান্ডা আরও বেশি। ৯-১০ ডিগ্রিতে রয়েছে পশ্চিমাঞ্চলের পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শীতের পথে আপাতত কোনও বাধা নেই, বজায় থাকবে ঠান্ডার দাপট। হাওয়া অফিস জানাচ্ছে আগামী কয়েক দিন মোটের উপর শুকনোই থাকবে বাংলার আবহাওয়া। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কোথাওই বিশেষ বৃষ্টির পূর্বাভাস নেই। তবে পরিস্থিতিটা ধীরে ধীরে বদলাতে পারে আগামী সপ্তাহের পর থেকে।
মৌসম ভবন বলছে, ২২ ডিসেম্বর থেকে খানিকটা হলেও বদলাতে পারে পরিস্থিতি। বাড়বে পারা। সে ক্ষেত্রে বড়দিনের মধ্যে খানিকটা হলেও শহরের তাপমাত্রা উপরের দিকে থাকবে। তবে আগামী এক সপ্তাহ শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে ২৫ জিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।
তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারের মতো উপর নীচের সব জেলাকেই ঠান্ডায় জোর টক্কর দিচ্ছে পশ্চিমের জেলাগুলি। কয়েকদিন আগেই পুরুলিয়ার তামামাত্রা নেমে গিয়েছিল ৯ ডিগ্রির ঘরে। চাপে ফেলেছিল কালিম্পং, দার্জিলিংকে। এদিকে শীতের দাপট বাড়তেই একদিকে যেমন ভিড় বেড়েছে দার্জিলিংয়ে, তেমনই ভালই পর্যটক টানছে পুরুলিয়ার অযোধ্যা। হাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৯-১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে। নতুন করে কোনও ঝঞ্ঝা বা নিম্নচাপের পূর্বাভাস না থাকায় বজায় থাক উত্তরে হাওয়ার দাপট।