Swasthya Sathi: ‘স্বাস্থ্য সাথী ফেরালেই FIR করব’, বেসরকারি হাসপাতালের একাংশকে একহাত নিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস

Swasthya Sathi: মন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, বেসরকারি হাসপাতালগুলি বাম আমলে ১ টাকায় জমি পেয়েছিল। তারপরও সব মানুষ কেন নূন্যতম মূল্যে পর্যাপ্ত পরিষেবা পাবে না, তা নিয়েই প্রশ্ন তুলেছেন অরূপ বিশ্বাস।

Swasthya Sathi: 'স্বাস্থ্য সাথী ফেরালেই FIR করব', বেসরকারি হাসপাতালের একাংশকে একহাত নিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস
হাসপাতালের অনুষ্ঠানে অরূপ বিশ্বাসImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2023 | 3:51 PM

কলকাতা: খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দেওয়ার পরও কাজ হয়নি। বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গিয়ে এখনও ফিরতে হচ্ছে বহু রোগীকে। এবার অভিযোগের ভিত্তিতে এফআইআর করার কথা বললেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এর আগে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন, কারও সঙ্গে এমন ঘটনা ঘটলে তিনি হাসপাতালের বিরুদ্ধে এফআইআর করতে পারেন। এবার অরূপ বিশ্বাস বললেন, প্রয়োজনে তিনি নিজেই এফআইআর করবেন। বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালের নাম নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। বুদবার নিউ গড়িয়ার একটি হাসপাতালে এক নতুন পরিষেবার উদ্বোধন করতে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

এদিন অনুষ্ঠান মঞ্চেই মন্ত্রী বলেন, “অনেক হাসপাতাল স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবা দিচ্ছে না। বলে দেওয়া হচ্ছে, কোটা শেষ।” রাজ্য সরকারের কাছে এই সংক্রান্ত অভিযোগ আসছে বলেও জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি, এই বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে সরাসরি এফআইআর করব। আমি নিজে মন্ত্রী হিসেবে এফআইআর করব। এই অভিযোগ আর কোনওভাবেই মেনে নেব না।”

এই প্রসঙ্গে মন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, বেসরকারি হাসপাতালগুলি বাম আমলে ১ টাকায় জমি পেয়েছিল। তারপরও সব মানুষ কেন নূন্যতম মূল্যে পর্যাপ্ত পরিষেবা পাবে না, তা নিয়েই প্রশ্ন তুলেছেন অরূপ বিশ্বাস। মন্ত্রীর প্রশ্ন, “কেন জমি দেওয়া হয়েছে? এই বেসরকারি হাসপাতালগুলি সব লাভ করবে। অথচ গরিব মানুষকে পরিষেবা দেবে না? আমি চাই এই এক টাকার জমি পাওয়া হাসপাতালগুলির বিরুদ্ধে তদন্ত হোক। কীভাবে জমি পেয়েছে, কোন চুক্তিতে পেয়েছে এগুলি নিয়ে তদন্ত করা উচিত।”

রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে পরিষেবা পেতে পারে সাধারণ মানুষ। সরকারি হাসপাতালগুলিতে সেই সুবিধা পাওয়া গেলেও বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বিনামূল্যে পরিষেবা দিতে চাইছে না বলেই অভিযোগ উঠেছে একাধিক হাসপাতালের বিরুদ্ধে।