Attempt to Murder: একবালপুরে রাস্তায় ব্যক্তিকে খুনের চেষ্টা, ছাড় পেল না ১১ বছরের নাবালকও, ধৃত ৪

Ekbalpur News: বিবাদ চলাকালীন প্রকাশ্য রাস্তায় সইফ রহমান ধারাল অস্ত্র দিয়ে আসিদুর রহমানের মাথায় আঘাত করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন আসিদুর।

Attempt to Murder: একবালপুরে রাস্তায় ব্যক্তিকে খুনের চেষ্টা, ছাড় পেল না ১১ বছরের নাবালকও, ধৃত ৪
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 18, 2023 | 11:36 PM

কলকাতা: ভরদুপুরে খুনের চেষ্টা শহরে! একবালপুরে (Ekbalpur) এক মিষ্টির দোকানের সামনে এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। তাদের আক্রমণের হাত থেকে রেহাই পায়নি ১১ বছরের কিশোরও। ক্রিকেট খেলার উইকেট দিয়ে তাকে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। রবিবার রাতে এই ঘটনার পর অবশ্য অভিযুক্ত ৪ জনকেই গ্রেফতার(Arrested)  করেছে একবালপুর থানার পুলিশ।

পুলিশ জানায়, মোমিনপুর রোডের বাসিন্দা আসিদুর রহমান ও তাঁর ১১ বছরের ভাগ্নাকে মারধর করার অভিযোগ উঠেছে তাঁদের প্রতিবেশী সইফ রহমান, বাচ্চা শাহরুখ, তার মা ফারিদা খাতুন এবং আত্মীয় সিমা ও কাইফ রহমানের বিরুদ্ধে। আসিদুর রহমানের অভিযোগের ভিত্তিতে সইফ রহমান, বাচ্চা শাহরুখ, তার মা ফারিদা খাতুন ও এক আত্মীয় হেমাকে গ্রেফতার করা হয়েছে। এদিনই ধৃতদের আদালতে তুলে সকলকে নিজেদের হেফাজতে নিয়েছে একবালপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একবালপুর থানার অন্তর্গত মোমিনরপুর রোডের বাসিন্দা আসিদুর রহমানের সঙ্গে প্রতিবেশী সইফ রহমানের পরিবারের মধ্যে এদিন দুপুরে বিবাদ বাধে। বিবাদ চলাকালীন প্রকাশ্য রাস্তায় সইফ রহমান ধারাল অস্ত্র দিয়ে আসিদুর রহমানের মাথায় আঘাত করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন আসিদুর। ঘটনাস্থলে উপস্থিত আসিদুর রহমানের ১১ বছরের ভাগ্না বাধা দিতে গেলে কাইফ রহমান সহ কয়েকজন ক্রিকেট খেলার উইকেট দিয়ে তাকেও মারধর করে বলে অভিযোগ। তারপর স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

এরপর স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন আসিদুর রহমান ও তাঁর ভাগ্নাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। এরপর আসিদুর রহমান একবালপুর থানায় গিয়ে সইফ রহমান সহ তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে দুপুরেই অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করে একবালপুর থানার পুলিশ। ঠিক কী নিয়ে দুই পরিবারের মধ্যে গন্ডগোল বেধেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।