TV9 BANGLA NAKSHATRA SAMMAN: টিভি৯ বাংলার নক্ষত্র সম্মানে চাঁদের হাট, কারা পেলেন সম্মান?
টিভি৯ বাংলা বাংলা নক্ষত্র সম্মান ২০২৩-এ উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইশা সাহা, মনামী ঘোষ, সৌমিতৃষা কুণ্ডু, রাহুল দেব বসু, জুন মালিয়া, সন্দীপ্তা সেন, সোহম চক্রবর্তী, সাবিত্রী চট্টোপাধ্যায়, মিতা চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, অলকানন্দা রায়, জয় গোস্বামী, জগন্নাথ বসু, উর্মিমালা বসু। চলচ্চিত্র জগতের এই তারকাদের উপস্থিতি এই অনুষ্ঠানকে অন্য মাত্রা দিয়েছে।
টিভি৯ বাংলা বাংলা নক্ষত্র সম্মান ২০২৩-এ উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইশা সাহা, মনামী ঘোষ, সৌমিতৃষা কুণ্ডু, রাহুল দেব বসু, জুন মালিয়া, সন্দীপ্তা সেন, সোহম চক্রবর্তী, সাবিত্রী চট্টোপাধ্যায়, মিতা চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, অলকানন্দা রায়, জয় গোস্বামী, জগন্নাথ বসু, উর্মিমালা বসু-সহ আরও অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব। চলচ্চিত্র জগতের এই তারকাদের উপস্থিতি এই অনুষ্ঠানকে অন্য মাত্রা দিয়েছে।
‘বাংলার নক্ষত্র’দের সম্মানজ্ঞাপন অনুষ্ঠানে একাধিক কৃতিকে পুরস্কৃত করেছে টিভি৯ বাংলা। সঙ্গীতশিল্পী অজয় চক্রবর্তী পেয়েছেন নক্ষত্র সম্মান। এ ছাড়াও টিভি৯ বাংলার নক্ষত্র সম্মান পেয়েছেন বাচিকশিল্পী জগন্নাথ বসু ও উর্মিমালা বসু, জাদুকর পিসি সরকার, চিত্রশিল্পী যোগেন চৌধুরী, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কবি জয় গোস্বামী, লেখক অমিতাভ ঘোষ, ক্রীড়াবিদ ঝুলন গোস্বামী, অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, উগ্যোগপতি চন্দ্রশেখর ঘোষ, অর্থনীতিবিদ সঞ্জীব স্যান্যাল, চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়। রামকৃষ্ণ মিশনকেও সেবামূলক কাজের জন্য বাংলা নক্ষত্র সম্মানে সম্মানিত করা হয়েছে।
নক্ষত্র সম্মানের পাশাপাশি ‘অন্য দুর্গা’ সম্মানও পেয়েছেন রাজ্যের পাঁচ মহীয়সী। তাঁরা হলেন পিয়ালি বসাক, শান্তি রাই, নেহা, পাবর্তী জানা এবং জ্যোৎস্না শ্রী। নিজের জামা খুলে এক্সপ্রেস ট্রেন থামিয়ে সাধারণ মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন ১২ বছরের মুরসেলিম। মালদায় বাড়ি তাঁর। মুরসেলিমের বাবা পরিযায়ী শ্রমিক এবং মা বিড়ি শ্রমিক। রেললাইনে ফাটল দেখে এক মুহূর্তে দেরি না করে বহু মানুষকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা মুরসেলিমকেও বিশেষ সম্মান জানিয়েছে টিভি৯ বাংলা।