Ayan Seal-Recruitment Scam: ‘কামারহাটি থেকে হালিশহর, রাজ্যের ৬০ পুরসভায় দুর্নীতি অয়নের হাত ধরে’, বিস্ফোরক ED

Ayan Seal-Recruitment Scam: অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করে ইডি জানতে পেরেছে, তাঁর সংস্থা এবিএস ইনফোজোন-এর মাধ্যমে রাজ্যের ৬০টিরও বেশি পুরসভায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

Ayan Seal-Recruitment Scam: 'কামারহাটি থেকে হালিশহর, রাজ্যের ৬০ পুরসভায় দুর্নীতি অয়নের হাত ধরে', বিস্ফোরক ED
অয়ন শীল (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 20, 2023 | 6:19 PM

কলকাতা : শিক্ষক বা শিক্ষাকর্মী অবৈধ নিয়োগের অভিযোগ নিয়ে চর্চা চলছে সব মহলেই। যাঁরা ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেবে, তাঁদের নিয়োগে এত দুর্নীতি কীভাবে? তা ভেবে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। তবে সেই তদন্তের সূত্র ধরে যা বেরিয়ে আসছে, তাকে ‘সোনার খনি’ বলেই উল্লেখ করছে তদন্তকারী সংস্থা ইডি। ব্যবসায়ী অয়ন শীলকে গ্রেফতার করা পর ইডি-র দাবি, দুর্নীতি শুধু শিক্ষা দফতরেই নয়, প্রায় সব সরকারি দফতরই দুর্নীতিতে ভরে গিয়েছে। বিশেষত ৬০ টিরও বেশি পুরসভার নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। সোমবার অয়নকে আদালতে পেশ করা পর এমনই বিস্ফোরক তথ্য সামনে এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করে ইডি জানতে পেরেছে, তাঁর সংস্থা এবিএস ইনফোজোন-এর মাধ্যমে রাজ্যের ৬০টিরও বেশি পুরসভায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আর সেই সবকটি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। প্রায় ৫,০০০ প্রার্থীর চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে বলে দাবি তদন্তকারীদের। পুরসভার গ্রুপ সি শুধু নয়, মজদুর বা টাইপিস্ট পদেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ।

সেই সব পুরসভার মধ্যে উল্লেখযোগ্য, কামারহাটি পুরসভা, হালিশর পুরসভা, পানিহাটি, উত্তর ও দক্ষিণ দমদম পুরসভা। এছাড়াও দমকলের নিয়োগও এই সংস্থার মাধ্যমে হয়েছে বলে অভিযোগ সামনে আসছে। আর সেই প্রসঙ্গেই ইডি বলেছে, সরকারের ওপর থেকে নীচ দুর্নীতিতে ভরে গিয়েছে।

কী করত এই এবিএস ইনফোজোন? ইডি-র দেওয়া তথ্য অনুযায়ী, এই সংস্থার মাধ্যমেই পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হত। ইন্টারভিউ নেওয়া থেকে শুরু করে ওএমআর শিট ছাপানো, নিয়োগপত্র দেওয়া পর্যন্ত সব প্রক্রিয়ার জন্য টেন্ডার পেত এই অয়ন শীলের সংস্থা।

রাজ্য জুড়ে বিভিন্ন ক্ষেত্রে চাকরি দিয়ে অয়ন শীল ৫০ কোটি টাকা তুলেছিল বলেও দাবি করেছে ইডি। দুর্নীতির মাত্র এতটাই বেশি যে গীতার শ্লোক উল্লেখ করেছেন ইডির আইনজীবী। ‘যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত…’ এই শ্লোক উল্লেখ করে ইডির দাবি, একমাত্র শ্রীকৃষ্ণই এখন বাংলাকে বাঁচাতে পারে। বিভিন্ন পুরসভায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি উদ্ধারের বিষয়টি সিবিআই-এর দুর্নীতিদমন শাখাকে জানাবে ইডি।