Babita Sarkar: ববিতা সরকারের চাকরি বাতিল করা হোক, এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা নতুন দাবিদার অনামিকার
Babita Sarkar: অনামিকার বক্তব্য, কেবল চাকরি নয়, পাশাপাশি এত গুলো বেতন বাবদ তিনি যে পরিমাণ টাকা পেয়েছেন, সেটাও ফেরত দিতে হবে।
কলকাতা: ববিতা সরকারের চাকরি অবৈধ। বাতিল করা হোক ববিতা সরকারের চাকরি। অভিযোগ শিলিগুড়ির চাকুরি প্রার্থী অনামিকা রায়ের। এই মর্মে এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের করলেন অনামিকা। বুধবারই এই মামলার শুনানির সম্ভাবনা। অনামিকার বক্তব্য, কেবল চাকরি নয়, পাশাপাশি এত গুলো বেতন বাবদ তিনি যে পরিমাণ টাকা পেয়েছেন, সেটাও ফেরত দিতে হবে। এদিকে, সোমবার কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ববিতা। তাঁর দাবি, কমিশন ভুল করে নম্বর বাড়িয়েছে। নম্বর বিতর্কে অভিযোগ স্বীকার করে আদালতের দ্বারস্থ হয়েছেন ববিতা। তাঁর বক্তব্য মামলা চলাকালীন অ্যাকাডেমিক স্কোর ৩৩ জানায় এসএসসি। অথচ ফলাফল প্রকাশের পর দেখা যায়, তাঁর ২ নম্বর কম রয়েছে। তিনি যোগ্য হওয়া সত্ত্বেও বঞ্চিত হয়েছে, এই অভিযোগ তুলে প্রথমে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ববিতা সরকার। তাঁর করা মামলায় চাকরি যায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। তিনি যতদিন চাকরি করেছেন, তার বেতন বাবদ রাজ্য সরকারের কাছ থেকে যত টাকা পেয়েছেন, তাও তাঁকে ফিরত দিতে হয় ববিতাকে। এবার বিষয়টির মোড় নিয়েছে অন্য। ২ নম্বরের ফারাকের বিষয়টি যখন প্রকাশ্যে এসেছে, তখন এই চাকরির নতুন দাবিদার হিসাবে উঠে এসেছে শিলিগুড়ি অনামিকা। কমিশন ঠিক ভাবে বিষয়টি খতিয়ে দেখলে, চাকরি পাওয়ার কথা তারই। প্রকাশ্যে এসে সেই দাবি তুলেছেন অনামিকা। এবার ববিতা সরকারের চাকরি বাতিলের দাবি তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনামিকা। বুধবারই আদালতে এই মামলার শুনানি রয়েছে।