Awas Yojona Case At HC: আবাস-জলঘোলা এবার পৌঁছল হাইকোর্টে, দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা
Awas Yojona Case At HC: দুর্নীতির তদন্ত চেয়ে দায়ের মামলা। যোজনার টাকা বিতরণের ওপর স্থগিতাদেশ চেয়ে আর্জি। প্রাপকদের তালিকায় ব্যাপক গরমিলের অভিযোগে মামলা দায়ের।
কলকাতা: প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা। দুর্নীতির তদন্ত চেয়ে দায়ের মামলা। যোজনার টাকা বিতরণের ওপর স্থগিতাদেশ চেয়ে আর্জি। প্রাপকদের তালিকায় ব্যাপক গরমিলের অভিযোগে মামলা দায়ের। ন্যায্য প্রাপকদের বঞ্চিত করে অবৈধ প্রাপকদের নাম তালিকায় রয়েছে বলে অভিযোগ। মামলাকারী বিবেক রাঙ্গার বক্তব্য, যে টাকা দেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, সেটা যাঁদের কাছে আদতে পৌঁছানো উচিত, তা পৌঁচ্ছছে না। যোগ্য ব্যক্তিরা বাদ পড়ছেন। যে তালিকা তৈরি করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, তাঁরা আদতে এই প্রকল্পের এক্তিয়ারভুক্তই নয়। এর আগেও কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প, যেগুলি রাজ্য সরকার বাস্তবায়িত করে, তা নিয়ে একাধিকবার জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। কোনও ক্ষেত্রে আবার সিবিআই তদন্তেরও আর্জি জানানো হয়েছিল। প্রতি ক্ষেত্রে টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে। এবারও প্রধান মন্ত্রী আবাস যোজনা নিয়ে তালিকায় গরমিলের অভিযোগ উঠছে। এই সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে। সেক্ষেত্রে বিচারপতি রাজ্য সরকারের কাছে জবাবদিহি চাইতে পারেন। আদৌ আবাস যোজনার তালিকায় সঠিক প্রাপকদের নাম থাকছে কিনা। সেক্ষেত্রে যাঁদের নামের তালিকা তৈরি করা হয়েছে, সেটিকে আদালতে জমা দেওয়ার কথাও বলতে পারেন বিচারপতি।
আবাস যোজনা নিয়ে রাজ্যের গত কয়েকমাসে একাধিক অভিযোগ উঠে আসছে। প্রত্যেক ক্ষেত্রেও অভিযোগ একই। যোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে যাঁরা অযোগ্য, তাঁদের নামই আবাসের তালিকায় রয়েছে। আবাস যোজনার উপভোক্তাদের তালিকায় নাম থাকছে বিধায়কের আত্মীয়, স্থানীয় নেতৃত্ব কিংবা তাঁদের আত্মীয়দের নাম। যাঁদের পাকা বাড়ি, গাড়ি রয়েছে। এ হেন একাধিক অভিযোগ গত দুমাসে কয়েকশো সামনে এসেছে। অথচ যাঁদের মাথার ওপর পাকা ছাদ নেই, তাঁদের নাম বাদ গিয়েছে তালিকা থেকে। রাস্তায় নেমে বিক্ষোভ, আগুন জ্বালানো, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের ঘিরে বিক্ষোভ- এসবই গত দুমাসে দেখেছে রাজ্য। যোগ্যদের নাম যে বাদ যাচ্ছে, তা অনেকক্ষেত্রে স্বীকার করতে দেখা গিয়েছে প্রশাসনিক কর্তাদেরও। এবার আবাসের সেই ইস্যু পৌঁছালো হাইকোর্টে। বিষয়টি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি।
উল্লেখ্য, কেন্দ্রের বিধি মেনে আবাস যোজনার তালিকায় উপভোক্তাদের নাম অনুমোদনের দিন শেষ হয়েছে ইতিমধ্যেই। ৩১ ডিসেম্বর পর্যন্ত তালিকায় নাম জমা পড়েছে ১০ লক্ষ ১৯ হাজার। সরকারের লক্ষ্যমাত্রা ছিল ১১ লক্ষ ৩৬ হাজার। এখনও বাকি ১ লক্ষ ১৭ হাজার।