CM Mamata Banerjee: আচার্য পদে মুখ্যমন্ত্রী, ১০ জুন বিল বিধানসভায়? অধিবেশন বয়কট করতে পারে বিজেপি
CM Mamata Banerjee: আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়া নিয়ে বিলের সঙ্গেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটর পদে রাজ্যপালের পরিবর্তে শিক্ষামন্ত্রীকে নিয়ে আসা সংক্রান্ত বিলও আসার কথা রয়েছে।
কলকাতা: বিধানসভার বিশেষ অধিবেশন কবে বসবে তা নিয়ে জল্পনা চলছিলই। তবে প্রতিবার প্রধানত জুন-জুলাইতে শুরু হয় এই বাদল অধিবেশন। এবারে শুরু হতে চলেছে ১০ জুন। প্রসঙ্গত, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকেই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে আচার্য (Chancellor of University) পদে অধিষ্ঠিত করতে সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা। কিন্তু, নিয়মমাফিক এর জন্য বিল আনতে হবে বিধানসভায়(Assembly)। আসন্ন অধিবেশনেই সেই বিল আনা হবে বলে জানা যাচ্ছে। তারপর তা সইয়ের জন্য যাবে রাজ্যপালের (Governor) কাছে। ১০ জুন দুপুর ১টায় অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। চলবে ১৭ জুন পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়া নিয়ে বিলের সঙ্গেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটর পদে রাজ্যপালের পরিবর্তে শিক্ষামন্ত্রীকে নিয়ে আসা সংক্রান্ত বিলও আসার কথা রয়েছে এবারের অধিবেশনে। যা নিয়ে জোর চর্চা চলেছে প্রশাসনিক মহলে। এদিকে এর আগে একই পথে হাঁটতে দেখা গিয়েছে তামিলনাড়ু ও গুজরাট সরকারকে। এই পদক্ষেপ করেছে কেরলও। এবার সেখানে বাংলাতেও তারই প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই বিলের হাত ধরেই রাজ্য-রাজ্যপাল সংঘাত নতুন মাত্রা পেতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে ‘অসহযোগিতার’ অভিযোগ তুলে তাঁর কাঁধে আর আচার্যের দায়িত্ব রাখতে চাইছেন না রাজ্যের প্রশাসনিক কর্তারা। যার তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল বিগত ডিসেম্বর মাস থেকেই। এদিকে সাংবিধানিক ক্ষমতা বলেই এখনও পর্যন্ত এই দায়িত্ব রয়েছে রাজ্যপালের হাতে। কিন্তু, তারপরও মমতা সেই চেয়ারে বসলে তা সংবিধান বিরুদ্ধতা হয়ে যাবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে যে রাজ্যাপালকে সরিয়ে মমতা তারই জায়গায় আচার্যের দায়িত্ব নিতে চলেছেন সেই বিলেই খোদ রাজ্যপাল সই করবেন কি না সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। তবে কোন দিন সামগ্রিক বিষয়ে আলোচনা হবে, তা বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে স্থির হবে। বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক হবে হয়তো ৯ তারিখ অথবা ১০ তারিখ অধিবেশন শুরুর আগে, জানা যাচ্ছে এমনই।
বিশেষ অধিবেশন শুরুর দিন দুপুর ২টোয় তৃণমূল পরিষদীয় দলের বৈঠক হবে। বিধায়কদের কাছে সেই বার্তা যাচ্ছে পরিষদীয় দলের তরফে। বিরোধীদের মোকাবিলা কী করে হবে? শিক্ষা দুর্নীতি নিয়ে হইচই কী করে সামলানো হবে? তাতে শাসকদলের বিধায়কদের ভূমিকা হবে কী হবে? সেই সব নিয়ে পাঠ দেওয়া হবে বলে জানা যাচ্ছে। তবে শুভেন্দু অধিকারী সহ সাতজন বিধায়ক সাসপেন্ড। সে কারণে অধিবেশন বয়কটের ভাবনাও রয়েছে বিজেপির।