Baguiati Child Missing: মা বলেছিলেন, ‘পড়া করে রাখতে’, বাড়ি থেকে ১০০র নোট নিয়ে পালাল তৃতীয় শ্রেণির ছাত্রী!

Baguiati Child Missing: অভিমানে বাড়ি থেকে বেরিয়ে পড়ল তৃতীয় শ্রেণির ছাত্রী। আর সঙ্গে নিয়ে গেল একশো টাকার একটা নোট!

Baguiati Child Missing: মা বলেছিলেন, 'পড়া করে রাখতে', বাড়ি থেকে ১০০র নোট নিয়ে পালাল তৃতীয় শ্রেণির ছাত্রী!
এই রাস্তা ধরেই হেঁটে চলে যায় শিশুটি (সিসিটিভি ফুটেজ)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2021 | 1:10 PM

কলকাতা: পড়াশোনায় অমনযোগী। তাই বকাবকি করেছিলেন মা। অভিমানে বাড়ি থেকে বেরিয়ে পড়ল তৃতীয় শ্রেণির ছাত্রী। আর সঙ্গে নিয়ে গেল একশো টাকার একটা নোট! শুক্রবার থেকে নিখোঁজ বাগুইআটির দীপান্বিতা রায়।

মায়ের সঙ্গে বাগুইআটির দশাড্রোন এলাকায় থাকে দীপান্বিতা। স্থানীয় একটি স্কুলেই তৃতীয় শ্রেণিতে পড়ে সে। পরিবার সূত্রে জানা গিয়েছে, পড়াশোনায় মন না দেওয়ায় দীপান্বিতাকে তার মা কয়েকদিন ধরেই বকাবকি করছিলেন। শুক্রবারও মেয়েকে বকেন তিনি।

এরপর শক্রবার সকালে মেয়েকে বকাবকি করে মা কাজে বেরিয়ে যান। তারপর বাড়ি ফিরে দেখেন মে ঘরে নেই। প্রথমে আশেপাশে কোথাও গিয়েছে হয়তো। কিন্তু দীর্ঘক্ষণ পরেও আর পাননি। পরে প্রতিবেশীদের থেকে খোঁজ নেওয়া শুরু করেন। প্রতিবেশীরাও তাঁকে সঠিক কোনও তথ্য দিতে পারেননি। পরে প্রতিবেশীদের সাহায্যেই থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন।

পুলিশ তদন্তে নেমে প্রথমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। দেখা যাচ্ছে, মেয়েটি বাঁ হাতে কিছু একটা নিয়ে রাস্তার বা দিক ধরেই সোজা হেঁটে যাচ্ছে। তবে গলির শেষ পর্যন্তই ওই সিসি ক্যামেরায় দেখা গিয়েছে। এর থেকে বেশি কিছু দেখা যায়নি।

শিশুটির মা বলছেন, “আমি সকাল ১০টায় কাজে বেরিয়ে যাই। সকালে বলেছিলাম পড়াটা করা রাখ। আমি ফিরে এসে চেক করব। আমার সঙ্গে বসেই দুধ মুড়ি খেল। তারপর আমি কাজে বেরিয়ে যাই।” কান্নায় ভেঙে পড়েছেন শিশুটির মা। তবে তিনি জানাচ্ছেন, পল্লবী থেকে ওই শিশুটিকে অটোতে উঠতে দেখেছিলেন এক প্রতিবেশী। তিনি তখন বিষয়টিতে আমল দেননি।

আপাতত শিশুটির খোঁজ শুরু করেছে পুলিশ। শিশুটির মায়ের বয়ান অনুযায়ী, টেবিলের ওপর একটি ব্যাগ রাখা ছিল। তাতে একশো টাকার নোট ছিল। সেই নোটটি নিয়েই বাড়ি ছেড়েছে সে। বাগুইআটি থানার পুলিশ খোঁজ শুরু করেছে। সম্ভাব্য সমস্ত জায়গাতেই খোঁজ করা হচ্ছে।

এ প্রসঙ্গে রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলেন, “বাচ্চাটির খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশকে বিষয়টি জানিয়েছি। সংবাদমাধ্যমেও বিষয়টি জানানো হচ্ছে। মায়েদের অনুরোধ করব, সব বাচ্চা সমান নয়। অনেকেই খুব স্পর্শকাতর হয়। তাদের জন্য খুব বেশি বকাবকি করা না হয়।” নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, “গ্রুপের মধ্যে সবাই যদি সুবুদ্ধি দেয়, তাহলে এমনটা হত না। এরকম ঘটনা ঘটে। বাচ্চাগুলো উদ্ধার হলে আমরা বুঝাই কী পরিণতি হত। বাচ্চাদের এটাই বোঝাতে হবে।”

এদিকে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকা মেয়েকে বকেছিলেন বাবা-মা। অভিমানে আত্মঘাতী পর্ণশ্রীর একাদশ শ্রেণির ছাত্রী।

বছর খানেক বাদেই তার দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পড়াশোনাতেও অমনোযোগী হয়ে পড়ছিল দীপ্তি। তা নিয়ে মারাত্মক দুশ্চিন্তায় ছিল পরিবার। দীপ্তির বাড়ির অশান্তির কথা জানতেন প্রতিবেশীরাও। তাঁরাও দীপ্তিকে একাধিকবার বুঝিয়েছিলেন। কিন্তু সেভাবে কোনও প্রভাবই পড়ত না দীপ্তির মধ্যে।

প্রতিবেশীরা জানাচ্ছেন, শুক্রবার সন্ধ্যাতেও দীপ্তির বাড়িতে চিত্কার চেঁচামেচি শুনতে পেয়েছিলেন তাঁরা। কিন্তু মাঝেমধ্যেই তাদের বাড়িতে অশান্তি হত ভেবে বিশেষ আমল দেননি কেউই। সন্ধ্যায় দীপ্তির বাবা-মা বাইরে বেরিয়ে যান। বাড়িতে একাই ছিল সে।

দীপ্তির পরিবারের বয়ান অনুযায়ী, বাড়ি ফিরে অনেক ডাকাডাকি করেও সাড়া মিলছিল না দীপ্তির। পরে তাকে একটি ঘরে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। তত্ক্ষণাত্ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে মিলল মহিলার রক্তাক্ত দেহ! চাঞ্চল্য বেলেঘাটায়

আরও পড়ুন: তিন তলার জানলা দিয়ে গলগল করে বেরোচ্ছে ধোঁয়া, সল্টলেকে আগুন গ্রাস করতে শুরু করেছে গোটা বাড়িকে