কলকাতা সহ একাধিক জায়গায় নাশকতার ছক, বাংলাদেশী চক্রীকে ৭ বছরে সাজা দিল এনআইএ

কলকাতা: ভারতে অপরাধের চক্রান্তে জড়িত বাংলাদেশী জঙ্গিকে সাত বছরের সাজা দিল এনআইএ(NIA)-র বিশেষ আদালত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনসারুল্লাহ বাংলা গোষ্ঠীর ওই সদস্য ২০১৭ সালে কলকাতায় ধরা পড়ে। দেশের একাধিক জায়গায় নাশকতার পরিকল্পনা ছিল তাঁদের। এনআইএ সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালে মোট পাঁচ সদস্যের একটি দল কলকাতা পুলিশের এসটিএফ(STF) বাহিনীর হাতে ধরা পড়ে। এদের মধ্যে […]

কলকাতা সহ একাধিক জায়গায় নাশকতার ছক, বাংলাদেশী চক্রীকে ৭ বছরে সাজা দিল এনআইএ
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Apr 09, 2021 | 9:08 PM

কলকাতা: ভারতে অপরাধের চক্রান্তে জড়িত বাংলাদেশী জঙ্গিকে সাত বছরের সাজা দিল এনআইএ(NIA)-র বিশেষ আদালত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনসারুল্লাহ বাংলা গোষ্ঠীর ওই সদস্য ২০১৭ সালে কলকাতায় ধরা পড়ে। দেশের একাধিক জায়গায় নাশকতার পরিকল্পনা ছিল তাঁদের।

এনআইএ সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালে মোট পাঁচ সদস্যের একটি দল কলকাতা পুলিশের এসটিএফ(STF) বাহিনীর হাতে ধরা পড়ে। এদের মধ্যে চারজন বাংলাদেশী ও একজন ভারতীয় ছিল। ২০১৭ সালের নভেম্বর মাসে একটি মামলা দায়ের করা হয়। পরে জিজ্ঞাসাবাদের পর তাঁদের এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়। ২০১৮ সালে নতুন করে মামলা দায়ের করে তদন্তকারী সংস্থা।

জেরায় জানা গিয়েছিল, ধৃত সকলেই আনসারুল্লাহ বাংলা টিম(Ansarullah Bangla Team)-র সদস্য। তাঁরা কলকাতা, দিল্লি, মুম্বই, হায়দরাবাদ সহ একাধিক জায়গায় বড়সড় নাশকতার ছক কষছিল। একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে শিয়ালদহ স্টেশন, হাওড়া ব্রিজ সহ একাধিক জায়গায় মানচিত্র, বোমা তৈরির বই এবং নকল আধার ও প্যান কার্ড উদ্ধার করা হয়।

দুই অভিযুক্তকে ইতিমধ্যেই সাজা দিয়েছিল কলকাতায় এনআইএ-র বিশেষ আদালত। এ দিন, বাংলাদেশের খুলনার বাসিন্দা রিজায়ুল ইসলাম (২৫)কে ভারতীয় দণ্ডবিধি, বিদেশী আইনে সাতবছরের সাজা দেওয়া হয়। একইসঙ্গে ৩৬ হাজার টাকার জরিমানাও করা হয়েছে। বাকি দুই অভিযুক্তের শুনানি এখনও বাকি রয়েছে বলে জানিয়েছে এনআইএ।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রিজাউল বাংলাদেশ থেকে ভারতে এসে ঠিকা শ্রমিকের ছদ্মবেশে হায়দরাবাদ, পুণে ও মুম্বইতে ঘাঁটি গেড়েছিল। পটনা থেকে রাসায়নিক দ্রব্য কেনা ও রাঁচীতে গোপন ডেরা তৈরির পরিকল্পনাও ছিল তাঁর। কলকাতায় তাঁরা বেআইনিভাবে অস্ত্র ও বিস্ফোরক জোগাড় করতে এসেছিল। সেই সময়ই এসটিএফের হাতে ধরা পড়ে যায়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর পর এ বার বাংলাদেশ সফরে সেনাপ্রধান নরবণে