Bayron Biswas: একটা উপনির্বাচনেই বেড়েছিল তৃণমূলের ‘মাথাব্যথা’, ‘সাগরদিঘি মডেল’-র ভিত কি নড়ে গেল?

Bayron Biswas: সাগরদিঘির ফলাফল তৃণমূলকে ঠিক কতটা নাড়া দিয়েছিল? প্রতি ক্লাসে ফার্স্ট হওয়া পড়ুয়া আচমকা দ্বিতীয় হলে যেমন হয়, অনেকটা কি সেরকম?

Bayron Biswas: একটা উপনির্বাচনেই বেড়েছিল তৃণমূলের 'মাথাব্যথা', 'সাগরদিঘি মডেল'-র ভিত কি নড়ে গেল?
তৃণমূলে যোগ বাইরনের (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: May 29, 2023 | 11:32 PM

বিধানসভা নির্বাচন, কলকাতার পুরভোট, শতাধিক পুরসভার ভোট, জায়গায় জায়গায় উপনির্বাচন… ঘাসফুলের ক্রমবৃদ্ধি যখন কেউ আটকাতে পারছে না, তার মধ্যেই ছন্দপতন ঘটেছিল সাগরদিঘিতে। মুর্শিদাবাদের এক বিধানসভা কেন্দ্রই গত তিন-চার মাসে উঠে এসেছিল আলোচনার শীর্ষে। কেউ যা পারছে না, সেটাই করে দেখিয়েছে সাগরদিঘি। আর এই সাফল্যকেই রাজনীতির কারবারিরা নাম দিয়েছিলেন সাগরদিঘি মডেল। এই মডেলকে সামনে রেখেই আশায় বুক বাঁধছিল বাম, কংগ্রেস। সম্প্রতি মুর্শিদাবাদে অধীর চৌধুরীর হাত ধরে বহু রাজনৈতিক কর্মীকে কংগ্রেসে যোগ দিতেও দেখা গিয়েছে। প্রদেশ সভাপতির গলাতেও আত্মবিশ্বাস বাড়িয়েছিল সাগরদিঘি। সোমবারের ঘটনায় কি ধাক্কা খেল সেই মডেল?

এদিন দুপুরে ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন সেই সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। কংগ্রেস বলছে, সাগরদিঘির জয়ে নাকি ভয় পেয়েছিল তৃণমূল, তাই এমনটা করা হল। আর বাইরন? যে ভোটে মানুষের চাওয়া-পাওয়ার প্রভাব পড়েছে বলে দাবি করছিলেন বিরোধীরা, সেই ভোটের রায়কে আঘাত করেছেন বলে দাবি করেছেন অধীর।

সাগরদিঘির ফলাফল তৃণমূলকে ঠিক কতটা নাড়া দিয়েছিল? প্রতি ক্লাসে ফার্স্ট হওয়া পড়ুয়া আচমকা দ্বিতীয় হলে যেমন হয়, অনেকটা কি সেরকম?

কমিটি গড়ে রিপোর্ট চেয়েছিলেন নেত্রী

ওই ফল প্রকাশের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় সাফ জানিয়েছিলেন, কংগ্রেস বিজেপির সঙ্গে রয়েছে। তাই তাদের সঙ্গে কোনওভাবেই হাত মেলাবে না তৃণমূল। শুধু তাই নয়, একটা উপনির্বাচনের ফল নিয়ে রিপোর্ট চেয়ে কমিটি গঠনও করেছিলেন নেত্রী। গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানি এবং ত্রাণ ও বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খানকে নিয়ে সেই কমিটি তৈরি হয়েছিল।

সংখ্যালঘু ভোট নিয়েও বেড়েছিল মাথাব্যথা!

সাগরদিঘির ফলাফলে সংখ্যালঘু ভোটের প্রভাব পড়েছে বলে দাবি করেছিল রাজনৈতিক মহলের একাংশ। আনিস খুন, নওশাদ সিদ্দিকীর জেল হেফাজতের জের নাকি জিতিয়ে দিয়েছিল বাইরনকে? তবে মমতা সে কথা মানেননি। তাঁর দাবি ছিল, সাগরদিঘিতে টাকার খেলা হয়েছে। জেলা জুড়ে চক্রান্ত চলছে, সংখ্যালঘুদের ভুল বোঝানো হচ্ছে বলে মন্তব্য করেছিলেন তিনি।

সরতে হয় দেবাশিসকে

সাগরদিঘির ওই উপ নির্বাচনে তৃণমূলের প্রার্থী ছিলেন দেবাশিস বন্দ্য়োপাধ্যায়। কিছুদিনের মধ্যেই সেই দেবাশিসকে সরে যেতে হয় ব্লক সভাপতি পদ থেকে। তাঁর হেরে যাওয়াটা আর পাঁচটা পরাজয়ের থেকে আলাদা ছিল বলেই মনে করা হয়। সে কারণেই কি শাস্তি?

সাগরদিঘি নিয়ে তৃণমূল যতই নতুন নতুন তত্ত্ব সামনে এনেছে, ততই বিরোধীরা এই মডেলে সাফল্য দেখেছেন। তবে সোমবারই বড় ধাক্কা খেল সেই মডেল। এবার বিরোধীদের ঘুরে দাঁড়ানোর রণকৌশল কী হবে, সেদিকেই নজর সব মহলের।