Behala: শিবরাত্রির পুজোয় ১০ হাজার টাকার চাঁদা, না দেওয়ায় নিগৃহীত চিকিৎসক-দম্পতি

Behala: শিবরাত্রি উপলক্ষে রবিবার রাতে একটি অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানের জন্য বাড়ির ছাদে মাইকের চোঙ লাগাতে গেলে চিকিৎসক বারণ করেন। তিনি জানান, তাঁর পরিবারের সদস্যরা অসুস্থ রয়েছেন, মাইক লাগানো যাবে না।

Behala: শিবরাত্রির পুজোয় ১০ হাজার টাকার চাঁদা, না দেওয়ায় নিগৃহীত চিকিৎসক-দম্পতি
বেহালায় দুর্ঘটনাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 11, 2024 | 5:20 PM

কলকাতা: শিবরাত্রি পুজোয় ১০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় চিকিৎসকের গাড়ি ভাঙচুরের অভিযোগ। বেহালা রাজা রামমোহন রায় রোডের ঘটনা।  স্থানীয় ক্লাব সদস্যদের বিরুদ্ধে অভিযোগ ডাক্তার পরিবারের। অভিলাশা পাল ও অরূপনন্দন দাস নামে ওই চিকিৎসক দম্পতির অভিযোগ, স্থানীয় ক্লাব শিবরাত্রির পুজোর জন্য তাঁদের কাছ থেকে দশ হাজার টাকা চাঁদা চায় ।  চিকিৎসক হাজার টাকা চাঁদা দেন কিন্তু সেই টাকা ক্লাব সদস্যরা ফেরত দিয়ে দেন।

শিবরাত্রি উপলক্ষে রবিবার রাতে একটি অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানের জন্য বাড়ির ছাদে মাইকের চোঙ লাগাতে গেলে চিকিৎসক বারণ করেন। তিনি জানান, তাঁর পরিবারের সদস্যরা অসুস্থ রয়েছেন, মাইক লাগানো যাবে না।

অভিযোগ, সোমবার সকাল বেলায় চিকিৎসক  দেখেন  গাড়ির কাচ ভাঙা রয়েছে, গাড়ির ছাদ দুমড়ে দেওয়া হয়েছে। এমনকি গাড়ির চারটে চাকার হাওয়াও  বার করে দেওয়া হয়েছে। তারপরেই চিকিৎসক বেহালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ক্লাব সদস্যদের বিরুদ্ধে।

চিকিৎসকের পরিবার অত্যন্ত আতঙ্কিতের মধ্যে রয়েছে। ইতিমধ্যেই বেহালা থানা পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় কাউন্সিলার রূপক গঙ্গোপাধ্যায় বলেন, যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।