Motor Vehicle Tax: ফের মোটর ভেহিকেল ট্যাক্স মুকুবের সিদ্ধান্ত রাজ্যের, কারা পাবেন এই সুবিধা?
Transport Department: করোনা পরিস্থিতির (Corona Situation) দিকে খেয়াল রেখে মানবিক সিদ্ধান্ত পরিবহণ দফতরের (Transport Department)। আবারও রাজ্যের তরফে মোটর ভেহিকেল ট্যাক্স মকুবের সিদ্ধান্ত নেওয়া হল।
কলকাতা: করোনা পরিস্থিতির (Corona Situation) দিকে খেয়াল রেখে মানবিক সিদ্ধান্ত পরিবহণ দফতরের (Transport Department)। আবারও রাজ্যের পরিবহণ দফতরের তরফে মোটর ভেহিকেল ট্যাক্স মকুবের সিদ্ধান্ত নেওয়া হল। মঙ্গলবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। তবে এবার প্রত্যেকে এই সুবিধা পাবেন, এমনটা নয়। গত বছর যাঁরা এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন, তাঁদের জন্যই শুধুমাত্র এই সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর।
মঙ্গলবার সন্ধ্যায় এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করে পরিবহন দফতরের তরফে গাড়ির চালকদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোভিডের কারণে বহু মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আবহে সব ধরনের পরিবহনের গাড়ি, যেমন বাস, স্কুল বাস, প্রাইভেট কার ইত্যাদি যেগুলির চলতি বছরের জুলাইয়ের ১ তারিখ থেকে ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন রয়েছে, তাঁরা একবারের জন্য কর মুকুবের সুবিধা পাবে।
করোনা অতিমারির ফলে আয় কমেছে মানুষের। কর্মক্ষেত্রেও তৈরি হয়েছে সঙ্কট। এ কারণে মোটর ভেহিকেল ট্যাক্স বা আনুষঙ্গিক কর দেওয়ার মত সাধ্য অনেকেরই ছিল না। গত বছর এই বিষয় গুলি বিবেচনা করে একটি মানবিক সিদ্ধান্ত নেয় রাজ্যের পরিবহণ দফতর। যার ফলে গত বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে এই সংক্রান্ত যাবতীয় কর মুকুব করে দেওয়া হয়।
কারা পাচ্ছেন এই সুবিধা?
গত বছর অনেকে গাড়ি মালিকই এই সুবিধা পেয়েছিলেন। কিন্তু এও দেখা যায়, অনেক গাড়ির মালিক (ব্যক্তিগত এবং বাণিজ্যিক) গত বছরের জানুয়ারি মাসেই এক বছরের মোটর ভেহিকেল ট্যাক্স জমা দিয়ে দেন। ফলে তাঁরা সেই সুবিধা থেকে বঞ্চিত হন। তাই তাঁদের সুবিধার্থে এবার নয়া সিদ্ধান্ত নিল রাজ্য।
পরিবহণ দফতরের তরফে এদিন সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, যে গাড়ি মালিকরা গত বছর জানুয়ারি মাসে বা সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি বেরনোর আগেই এক বছরের মোটর ভেহিকেল ট্যাক্স বা আনুষঙ্গিক ট্যাক্স জমা দিয়ে দিয়েছিলেন, তাঁরা আগামী ১ জানুয়ারি থেকে এই মোটর ভেহিকেল ট্যাক্স মকুবের সুবিধা পাবেন।
কোভিড পরিস্থিতিতে মানুষের অর্থনৈতিক দুর্দশা থেকে কিছুটা স্বস্তি দিতেই তাঁর অধীনস্থ দফতর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। এতে অনেক গাড়ি মালিক কিছুটা স্বস্তি পাবেন বলে আশাবাদী মন্ত্রী।