Civic Volunteers: পুজোর আগে আবারও সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা
Civic-Village Police: কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ ও ভিলেজ পুলিশের আওতায় পড়েন সিভিক ভলান্টিয়াররা। কিছুদিন আগেই অ্যাড-হক বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। ১৩ শতাংশ বৃদ্ধির কথা বলা হয়েছিল। আগে ৫ হাজার ৩০০ টাকা অ্য়াড-হক বোনাস পেতেন সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশরা।
কলকাতা: অ্যাড-হক বোনাসের পর এবার সিভিক ভলান্টিয়ারদের অবসরকালীন ভাতা বাড়ানো হল। ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে তা ৫ লক্ষ টাকা করা হল। ৬০ বছর পর্যন্ত কাজ করলে এই টাকা পাবেন সিভিক ভলান্টিয়াররা। এর আওতায় পড়বেন ভিলেজ পুলিশও। বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ ও ভিলেজ পুলিশের আওতায় পড়েন সিভিক ভলান্টিয়াররা। কিছুদিন আগেই অ্যাড-হক বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। ১৩ শতাংশ বৃদ্ধির কথা বলা হয়েছিল। আগে ৫ হাজার ৩০০ টাকা অ্য়াড-হক বোনাস পেতেন সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশরা। দুর্গাপুজোর আগে সেই বোনাস বেড়ে হয় ৬ হাজার টাকা। এবার অবসরকালীন ভাতা আরও ২ লক্ষ টাকা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল।
আরজি করকাণ্ডে এখনও অবধি একজনকে গ্রেফতার করা হয়েছে। সিবিআইয়ের হাতে রয়েছেন তিনি। ধৃত পেশায় একজন সিভিক ভলান্টিয়ার। এই ঘটনা ঘিরে তোলপাড় চলছে। এই আবহে পুজোর আগে বড় উপহার সিভিক ভলান্টিয়ারদের। প্রথমে অ্যাড-হক বোনাস, আর এবার অবসরকালীন ভাতা বাড়ল।