Underwater Metro: কলকাতাবাসীর জন্য সুখবর! গঙ্গার নিচে মেট্রো পরিষেবায় হতে চলেছে বড় বদল

Underwater Metro: গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবা এতদিন পর্যন্ত সোমবার থেকে শনিবার পর্যন্ত থাকতো। এবার থেকে রবিবারেও গঙ্গার নিচে মেট্রো পরিষেবা চালু থাকছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে গঙ্গার নিচে মেট্রো পরিষেবা রবিবারেও চালু থাকবে বলে মেট্রো তরফে জানানো হল।

Underwater Metro: কলকাতাবাসীর জন্য সুখবর! গঙ্গার নিচে মেট্রো পরিষেবায় হতে চলেছে বড় বদল
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2024 | 6:44 PM

কলকাতা: গঙ্গার নিচে মেট্রো পেয়েছে কলকাতা। কয়েক মাস আগে যা নিয়ে গোটা দেশেই চড়েছিল উন্মাদনার পারদ। এরইমধ্যে কলকাতাবাসীর জন্য বড় সুখবরের কথা শোনাচ্ছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এবার রবিবারও চলবে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা। এদিন বিবৃতি দিয়ে সে কথা জানিয়েছেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।  

গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবা এতদিন পর্যন্ত সোমবার থেকে শনিবার পর্যন্ত থাকতো। এবার থেকে রবিবারেও গঙ্গার নিচে মেট্রো পরিষেবা চালু থাকছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে গঙ্গার নিচে মেট্রো পরিষেবা রবিবারেও চালু থাকবে বলে মেট্রো তরফে জানানো হল। দুপুর ২ টো ১৫ মিনিট থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে।

এদিন কৌশিক মিত্র বলেন, “আসলেই এটা কলকাতা ও হাওড়াবাসীর জন্য বড় সুখবর। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রেল চালু হয়েছিল ১৫ মার্চ। এই সেকশনে সোম থেকে শনিবার পর্যন্ত মেট্রো চালাতাম। এবার থেকে রবিবারও মেট্রো চলবে। তবে টাইমে একটু বদল আছে। দুপুর ২টো ১৫ থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। ১ সেপ্টেম্বর থেকেই এটা চালু হয়ে যাচ্ছে। তাই বন্ধু-বান্ধবদের জানিয়ে দিন প্রতি রবিবারই পাওয়া যাবে পরিষেবা। প্রতি ১৫ মিনিট অন্তর অন্তর চলবে মেট্রো।”   

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)