Narendra Modi: কথা রাখলেন মোদী! বাংলায় দুর্নীতির কোটি কোটি টাকা ফেরত দিচ্ছে ED

ED: প্রথমে চিটফান্ড, পরে শিক্ষক নিয়োগ, একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে বাংলায়। কেন্দ্রীয় সংস্থা তদন্ত শুরু করার পর গ্রেফতারও করা হয়েছে অনেককে। কিন্তু সেই সব দুর্নীতির টাকার কী হবে? সেই প্রশ্ন অনেক সময় উঠেছে।

Narendra Modi: কথা রাখলেন মোদী! বাংলায় দুর্নীতির কোটি কোটি টাকা ফেরত দিচ্ছে ED
নরেন্দ্র মোদীImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2024 | 6:21 PM

কলকাতা: গত কয়েক বছরে বাংলায় একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। নেতার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ছবিও দেখেছে বাংলা। সেই সব টাকা ফেরত দেওয়া হবে। লোকসভা নির্বাচনের আগে বাংলায় এসে এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট মিটে যাওয়ার তিন মাসের মধ্যেই সেই কথা রাখলেন মোদী! টাকা ফেরাতে শুরু করল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

লোকসভা ভোটের প্রচারে একাধিকবার বাংলায় এসেছিলেন মোদী। সেই প্রচার সভা থেকেই টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “এতদিন পর্যন্ত আবাস যোজনা-সহ বিভিন্ন দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রায় ৩০০০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। এই টাকা বাংলার মানুষের হাতে কীভাবে ফিরিয়ে দেওয়া যায়, তারই আইনি উপায় খুঁজছি আমরা। ক্ষমতায় ফিরলে, আইনি উপায়েই বাংলার মানুষকে সেই ৩০০০ কোটি টাকা ফিরিয়ে দেওয়া হবে।”

রাজ্যে দুর্নীতির টাকা ফেরানোর কাজ শুরু হয়ে গিয়েছে বলে ইডি সূত্রে খবর। বৃহস্পতিবারই রোজভ্যালি মামলায় বাজেয়াপ্ত করা ১৯.৫ কোটি টাকা ফেরাল ইডি। আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য প্রথম ধাপ হিসেবে এই টাকা তুলে দেওয়া হল বিশেষ কমিটির হাতে। টাকা ফেরত দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে আগেই এই কমিটি তৈরি করা হয়েছিল। তারাই এবার আমানতকারীদের ফেরত দেবে ওই টাকা। বৃহস্পতিবার ৫ নম্বর ম্যাঙ্গো লেনে ইডি আধিকারিকরা যান, আদালত নির্ধারিত এডিসির সঙ্গে বৈঠক করেন তাঁরা।

ইডি সূত্রে খবর, ধাপে ধাপে বাজেয়াপ্ত করা আরও টাকা ফেরত দেওয়া হবে। আমানতকারীরা বৈধ কাগজ দেখালে তাঁদের টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে। আগামিদিনে অন্যান্য মামলাতে বাজেয়াপ্ত করা টাকা ইডি ফেরত দেবে বলে সূত্রের খবর।