Calcutta High Court: বনদফতরের সামনেই কীভাবে হাতিকে মারা হল? হাইকোর্টে মামলা দায়ের এবার

Calcutta High Court: মামলাকারীকে আদালত জানায়, তদন্ত চলছে। ফাইনাল রিপোর্ট দিক। একটু দেখে নেওয়া যাক। তারপর তদন্ত পছন্দ না হলে তদন্তকারী সংস্থা বদলের আবেদন করবেন। যারা, যারা কালপ্রিট তাদের নাম জানাতে মামলাকারীকে অতিরিক্ত হলফনামা জমা দিতেও বলা হয়েছে।

Calcutta High Court: বনদফতরের সামনেই কীভাবে হাতিকে মারা হল? হাইকোর্টে মামলা দায়ের এবার
কলকাতা হাইকোর্টImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2024 | 5:34 PM

কলকাতা: ঝাড়গ্রামে হাতির মৃত্যু নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল এবার। মামলাকারীর বক্তব্য, গর্ভবতী হাতিকে খুব বাজে ভাবে বন দফতরের সামনে মারা হয়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসে এই মামলার শুনানি হয়। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে। কিন্তু তারা যদি প্রকৃত দোষী না হন, যারা কালপ্রিট তাদের নাম দিন।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

মামলাকারীকে আদালত জানায়, তদন্ত চলছে। ফাইনাল রিপোর্ট দিক। একটু দেখে নেওয়া যাক। তারপর তদন্ত পছন্দ না হলে তদন্তকারী সংস্থা বদলের আবেদন করবেন। যারা, যারা কালপ্রিট তাদের নাম জানাতে মামলাকারীকে অতিরিক্ত হলফনামা জমা দিতেও বলা হয়েছে। দু’সপ্তাহের মধ্যে সেই অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

ঝাড়গ্রামে এক গর্ভবতী হাতিকে নৃশংসভাবে মারা হয়। হাতিটি জনবসতি এলাকায় ঢুকে পড়েছিল। তাকে এলাকা ছাড়া করতে হুলা পার্টি মশাল, বর্শা নিয়ে ধেয়ে আসে। অভিযোগ ওঠে হাতিটিকে প্রথমে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। মশাল দিয়ে ছ্যাঁকা দেওয়া হয় শরীরে। গর্ভবতী ওই হাতির গায়ে আগুনের গোলা ছোড়া থেকে বর্শা দিয়ে খুচিয়ে মারা হয়।