Sukanta Majumdar: ‘আপনিই ভরসা আমাদের’, মমতার ‘ফোঁসে’ বোসের দ্বারস্থ সুকান্ত
Sukanta Majumdar: বৃহস্পতিবারই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে ডেকেছেন বলে সূত্রের খবর। তার আগে সুকান্তর এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
কলকাতা: বুধবার বনধের পর বৃহস্পতিবার শুরু হয়েছে ধরনা। এবার রাজ্যের পরিস্থিতি ও আরজি করের ঘটনা নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হল বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার দুপুরে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর দাবি, একজন মুখ্যমন্ত্রী এভাবে মঞ্চ থেকে ধমকাতে, চমকাতে পারেন না। বর্তমানে রাজ্যপালই একমাত্র ভরসা বলে জানিয়েছেন তিনি।
এদিন রাজভবন থেকে বেরিয়ে সুকান্ত মজুমদার বলেন, “এই প্রথম দেখলাম, সিএম মঞ্চ থেকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন, ডায়গল দিচ্ছেন, ফোঁস করবেন বলছেন। সাধারণ মানুষকে পরোক্ষভাবে বলছেন মারবেন। আমরা সব বলেছি।” সুকান্ত মজুমদার রাজ্যপালকে বলেছেন,’আপনিই ভরসা আমাদের। রাজ্যের মানুষ অনেক আশা নিয়ে তাকিয়ে আছে।’
রাজ্যের পরিস্থিতি নিয়ে সুকান্ত বলেন, “এই হিংসা হলে গৃহযুদ্ধ বাঁধবে। উনি ফোঁস করলে আমরা তো বসে থাকব, এটা হতে পারে না। বাংলার মানুষও ছাড়বে না। আমরা চাই না, তেমন কোনও পরিস্থিতি তৈরি হোক। স্বাধীনতা ও স্বাধিকার রক্ষা করুন। যা যা করা প্রয়োজন, তা করুন।”
বৃহস্পতিবারই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে ডেকেছেন বলে সূত্রের খবর। তার আগে সুকান্তর এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুকান্ত বলেন, “প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পর্যন্ত এই বিষয়ে কথা বলেছেন। রাজ্যে যা হচ্ছে, তাতে বাংলাদেশের জামাতের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। মমতা যা বলেছেন তা দেশদ্রোহিতার সামিল।”
তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, রাজ্যপাল কি রিপোর্ট দেবেন ? ওনার বিরুদ্ধেই তো নারী নির্যাতনের অভিযোগে আছে। ওঁকে বরখাস্ত করা উচিত। একই সঙ্গে সুকান্ত মজুমদারকে তোপ দেগে কুণাল বলেন, “ছাত্র সমাজের নামে আপনাদের ক্যাডাররা অরাজকতা করেছে।” উল্লেখ্য, বুধবার টিএমসিপি-র সভায় রামকৃষ্ণকে উদ্ধৃত করে ছাত্রনেতাদের উদ্দেশে বলেন, ‘ফোঁস করতে শিখুন।’