Swasthya Sathi: স্বাস্থ্যসাথী নিয়ে বড় পদক্ষেপ, বেসরকারি হাসপাতালে রেফারে রাশ টানতে কড়া সরকার

Swasthya Sathi: সরকারি হাসপাতালের বদলে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর খরচ বহন করতে না পেরে ফাঁপরে পড়ছেন রোগীর পরিজনেরা। দেওয়ালে কপাল ঠুকেও হচ্ছে না কাজ। হয়ে যাচ্ছে বড় বিপদ। এবার এই সঙ্কট কাটাতে মাঠে নেমে পড়েছে সরকার।

Swasthya Sathi: স্বাস্থ্যসাথী নিয়ে বড় পদক্ষেপ, বেসরকারি হাসপাতালে রেফারে রাশ টানতে কড়া সরকার
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2023 | 6:53 PM

কলকাতা: স্বাস্থ্যসাথী নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের। সরকারি হাসপাতালের রোগীকে বেসরকারি হাসপাতালে রেফারে রাশ টানতে চলেছে সরকার। রাশ টেনে নির্দেশিকা জারি স্বাস্থ্য ভবনের। প্রসঙ্গত, রেফার রোগ বাংলার বুকে নতুন নয়। রোজই ভূরি ভূরি অভিযোগ আসে রাজ্যের নানা প্রান্ত থেকে। রোগীর পরিজনের একটা বড় অংশের অভিযোগ, সরকারি হাসপাতালে তাঁদের রোগীকে নিয়ে গেলে সেখানে চিকিৎসার পরিবর্তে অন্যত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে। অনেক সময়েই রেফার করা হচ্ছে বেসরকারি হাসপাতালে। স্বাস্থ্যসাথী কার্ড থাকা বহু রোগীর পরিজনদের থেকেও উঠেছে এই অভিযোগ। অন্যদিকে শহর হোক বা মফঃস্বল, বহু বেসরকারি হাসপাতালে আজও স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করা নিয়ে রয়েছে জটিলতা। 

এদিকে সরকারি হাসপাতালের বদলে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর খরচ বহন করতে না পেরে ফাঁপরে পড়ছেন রোগীর পরিজনেরা। দেওয়ালে কপাল ঠুকেও হচ্ছে না কাজ। হয়ে যাচ্ছে বড় বিপদ। এবার এই সঙ্কট কাটাতে মাঠে নেমে পড়েছে সরকার। বেসরকারি হাসপাতালে রেফারে তলব করা হচ্ছে কৈফিয়ত। যে চিকিৎসক রেফার করছেন তাঁকেই দিতে হবে এই কৈফিয়ত। কেন করলেন, কী সমস্যা, রোগীর রোগের চিকিৎসা কেন সংশ্লিষ্ট সরকারি হাসপাতালে হচ্ছে না, সমস্ত বিষয়ে দিতে হবে কৈফিয়ত। জবাবে সন্তষ্ট না হলে চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

পাশাপাশি যে বেসরকারি হাসপাতালে ট্রান্সফার করা হচ্ছে সেই হাসপাতালের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। স্বাস্থ্য দফতরের এই নতুন নির্দেশিকায় চাঞ্চল্য ছড়িয়েছে নানা মহলে। ওয়াকিবহাল মহলের ধারণা, সরকারি কর্তারা মনে করছেন সরকারি হাসপাতালের চিকিৎসক যদি স্বাস্থ্যসাথীর রোগীকে কোথাও রেফার করতে চান তাহলে সরকারি হাসপাতালে রেফার করাও দস্তুর। কিন্তু, কেন তিনি সরকারি হাসপাতালে না পাঠিয়ে বেসরকারি হাসপাতালে পাঠাচ্ছেন সেই বিষয়ে দিতে হবে কৈফিয়ত। জবাবে সন্তুষ্ট না হলেই নেওয়া হবে ব্যবস্থা।