HS Exam Result: মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড় আপডেট! ভোটপর্বের মধ্যেই ফলপ্রকাশ?

Exam Result: সংসদ সূত্রে খবর, উচ্চমাধ্যমিকের নম্বরের এন্ট্রি এবার অনলাইনে করা হয়েছে। বুধবারের সর্বশেষ আপডেট অনুযায়ী, আর মাত্র আড়াইশো পরীক্ষার্থীর নম্বর এন্ট্রি করা বাকি রয়েছে।

HS Exam Result: মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড় আপডেট! ভোটপর্বের মধ্যেই ফলপ্রকাশ?
উচ্চমাধ্যমিক পরীক্ষা (ফাইল ছবি)Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Apr 11, 2024 | 1:06 PM

কলকাতা: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর। এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়ে যেতে পারে মাধ্যমিকের ফল প্রকাশের আগেই। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্র মারফত তেমনই জানা যাচ্ছে। সূত্রের খবর, লোকসভা ভোট পর্বের মধ্য়েই প্রকাশিত হতে পারে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। এখনও পর্যন্ত সংসদ সূত্রে যা খবর, ,তাতে এপ্রিলের তৃতীয় সপ্তাহের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে ফল প্রকাশের ১৫ দিন পরে পরীক্ষার্থীরা মার্কশিট হাতে পেতে পারেন।

সংসদ সূত্রে খবর, উচ্চমাধ্যমিকের নম্বরের এন্ট্রি এবার অনলাইনে করা হয়েছে। বুধবারের সর্বশেষ আপডেট অনুযায়ী, আর মাত্র আড়াইশো পরীক্ষার্থীর নম্বর এন্ট্রি করা বাকি রয়েছে। সেটা হয়ে গেলে, এপ্রিলের তৃতীয় সপ্তাহের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। তবে ফলপ্রকাশ হয়ে গেলেও পরীক্ষার্থীরা মার্কশিট হাতে পেতে পেতে আরও দিন ১৫ সময় লেগে যেতে পারে বলে সূত্রের খবর।

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হয়ে যাওয়ার পর, আগামী মাসে মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে বলে খবর। সূত্র মারফত জানা যাচ্ছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের সম্ভাবনা রয়েছে। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে যেমন আনুষ্ঠানিক ফলপ্রকাশের পর দিন পনেরো সময় লাগবে মার্কশিট হাতে পেতে, মাধ্যমিকের ক্ষেত্রে সেরকম না হওয়ার সম্ভাবনাই বেশি। এখনও পর্যন্ত যা খবর, ফলপ্রকাশের দিনই মাধ্যমিক পরীক্ষার্থীদের মার্কশিট দেওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে যেহেতু নির্বাচন রয়েছে, তাই ভোটের কাজে বিভিন্ন স্কুলগুলি ব্যবহৃত হবে। সেক্ষেত্রে কীভাবে ভোট চলাকালীন মার্কশিট দেওয়া হবে, তা নিয়ে কিছুটা ধন্দ তৈরি হয়েছে। তবে সেই সমস্য়া কাটানোর চেষ্টা চলছে বলেই পর্ষদ সূত্রে খবর।