Road Accident: ঠিকানা খুঁজছিলেন, আচমকা চার চাকার ধাক্কা, বালিগঞ্জে গুরুতর আহত ডেলিভারি বয়

Road Accident: পথ সুরক্ষা নিয়ে বারবার পুলিশ-প্রশাসনের তরফে সতর্ক করা সত্ত্বেও শহরের রাস্তায় একই ঘটনা ঘটছে বারবার।

Road Accident: ঠিকানা খুঁজছিলেন, আচমকা চার চাকার ধাক্কা, বালিগঞ্জে গুরুতর আহত ডেলিভারি বয়
বাইক দুর্ঘটনা (প্রতীকী ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 09, 2023 | 11:33 PM

কলকাতা : ফের শহরে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক ডেলিভারি বয় (Delivery Boy)। সোমবার সন্ধ্যার ঘটনা। কলকাতায় বালিগঞ্জ সার্কুলার রোডে একটি ঠিকানা খুঁজতে ব্যস্ত ছিলেন ওই যুবক। সেই সময় আচমকাই তাঁর বাইকে পিছন থেকে ধাক্কা মারে একটি গাড়ি। পরে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে সেই ঘাতক গাড়িটি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বাইক আরোহীকে। বর্তমানে তিনি এসএসকেএম (SSKM) হাসপাতালে চিকিৎসাধীন।

এসএসকেএমের ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়েছে বাইক চালককে। গাড়িতে থাকা তিন জন যাত্রীকে বালিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে। বাইক চালকের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাইক আরোহী ডেলিভারি দিতে সার্কুলার রোড দিয়ে গড়িয়াহাটের দিকে যাচ্ছিলেন। গাড়িটি গড়িয়াহাটের দিক থেকে বালিগঞ্জ সার্কুলার রোডের দিকে যাচ্ছিল। গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ি চালকের অ্যালকোহল টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।

গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, নাকি অসাবধানতার ফল, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালিগঞ্জ ফাঁড়ির পুলিশ।

চলতি বছরের শুরুতেই দুর্ঘটনা ঘটে কলকাতায়। বছরের শুরুর দিনই নিউটাউনে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিল আহমেদের। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। আর এবার বালিগঞ্জ। পুলিশ প্রশাসনের তরফ থেকে বিভিন্নভাবে দুর্ঘটনা নিয়ে সতর্ক করা হয়েছে সাধারণ মানুষকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বিভিন্ন সময় দুর্ঘটনা নিয়ে সতর্ক করেছেন। তারপরও কলকাতার রাস্তায় দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না।