Vande Bharat: বন্দে ভারতে পাথর ছোড়াছুড়ি, কলকাতায় পা রেখেই বিশেষ বার্তা মোদীর ক্যাবিনেটের সদস্যের

Vande Bharat: বন্দে ভারতে এক্সপ্রেস চালু হওয়ার পর পরই একাধিকবার ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ (Stone Pelting on Vande Bharat)। এই নিয়েই এবার মুখ খুললেন নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের সদস্য।

Vande Bharat: বন্দে ভারতে পাথর ছোড়াছুড়ি, কলকাতায় পা রেখেই বিশেষ বার্তা মোদীর ক্যাবিনেটের সদস্যের
বন্দে ভারত নিয়ে কী বলছেন কেন্দ্রীয় মন্ত্রী?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 09, 2023 | 10:04 PM

কলকাতা: কিছুদিন আগেই হাওড়া – নিউ জলপাইগুড়ি বন্দে ভারত (HWH-NJP Vande Bharat) এক্সপ্রেসের উদ্বোধন হয়েছে। সপ্তাহে ছয়দিন করে ছুটছে বন্দে ভারত। ট্রেনের ভিতরে এলাহি ব্যবস্থাপনা। যাত্রী স্বাচ্ছন্দকে নতুন মাত্রায় পৌঁছে দেওয়া হয়েছে বন্দে ভারতে। কিন্তু হাওড়া – নিউ জলপাইগুড়ি সেই বন্দে ভারতে এক্সপ্রেস চালু হওয়ার পর পরই একাধিকবার ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ (Stone Pelting on Vande Bharat)। এই নিয়েই এবার মুখ খুললেন নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের সদস্য। সাধারণ মানুষের উদ্দেশে বার্তা দিলেন, যাতে এইভাবে পাথর ছোড়া না হয়।

সোমবার রাতে কলকাতায় আসেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল। এদিন রাত প্রায় আটটা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে বেরোনোর সময়ই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথম প্রতিক্রিয়ায় মুখ খুললেন বন্দে ভারত নিয়ে। জানালেন, এই দুর্ভাগ্যজনক ঘটনার খবর তিনিও দেখেছেন। বললেন, “দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের ট্রেনগুলি চালানো হচ্ছে। এখানে পাথর ছোড়া উচিত নয়। যেখানেই হোক, যে রাজ্যেই হোক, তা অন্যায়। যে রাজ্যে এমন ঘটনা ঘটছে, সেই রাজ্যের উচিত তা নিয়ন্ত্রণ করা।” কেন্দ্রীয় মন্ত্রীর সাফ বক্তব্য, এই ট্রেনের সুবিধা বঙ্গবাসীই পাচ্ছেন, তাহলে কেন এই পাথর ছোড়াছুড়ি?

প্রসঙ্গত, রাজ্যে যে সপ্তম বন্দে ভারত এক্সপ্রেসটি সদ্য চালু হয়েছে, সেখানে বার বার ঢিল ছোড়ার অভিযোগ উঠেছে। সোমবারও হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার পথে মালদায় ঢোকার মুখে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার অভিযোগ তুলেছেন যাত্রীদের একাংশ। যদিও সেই পাথর আজকেই ছোড়া হয়েছে কি না, সেই বিষয়টি স্পষ্ট নয়। যাত্রীদের অপর একটি অংশ অবশ্য বলছেন, এই পাথর দু’দিন আগেও ছোড়া হয়ে থাকতে পারে। তবে এই বার বার পাথর ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতর। এরই মধ্যে এবার পাথর ছোড়া নিয়ে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী।