Kolkata Airport: অবতরণের সময়ে ফের বিমানে পাখির ধাক্কা, পাইলটের তৎপরতায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা

Kolkata Airport: শেষ পর্যন্ত কলকাতা বিমানবন্দরের রানওয়ে ১৯এলে বিমানটি অবতরণ করে। তড়িঘড়ি বিমান থেকে নামানো হয় যাত্রীদের।

Kolkata Airport: অবতরণের সময়ে ফের বিমানে পাখির ধাক্কা, পাইলটের তৎপরতায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা
ইন্ডিগোর বিমান। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 02, 2023 | 11:02 AM

কলকাতা: ফের অবতরণের সময় পাখির ধাক্কা। শুক্রবার সকালে পোর্ট ব্লেয়ার থেকে কলকাতা (Kolkata) আসছিল ইন্ডিগোর বিমান ৬ই২৩৫৮ বিমানটি। বিমানে সেই সময় ছিলেন ৮৩ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু। আগে থেকেই ঠিক ছিল রানওয়ে ১৯এলে নামবে বিমানটি। কিন্তু অবতরণের সময় ঘাটে যায় বিপত্তি। 

সূত্রের খবর, ঠিক নামার মুহূর্তে ডান পাশের ল্যান্ডিং গিয়ারে পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। কিছু অংশ সামান্য ক্ষতিগ্রস্তও হয় বলে জানা যায়। যদিও পাইলটের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তৎক্ষনাৎ তিনি বিষয়টি কলকাতা বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে জানান। সঙ্গে সঙ্গে রানওয়েতে শুরু হয়ে যায় ইঞ্জিনিয়ারদের তৎপরতা। 

শেষ পর্যন্ত কলকাতা বিমানবন্দরের রানওয়ে ১৯এলে বিমানটি অবতরণ করে। তড়িঘড়ি বিমান থেকে নামানো হয় যাত্রীদের। যাত্রীদের নামানোর পর বে নম্বর ৫৮R এ পার্কিং করা হয় বিমানটিকে। দ্রুত সংশ্লিষ্ট বিমান সংস্থার ইঞ্জিনিয়াররা বিমানটি সারাইয়ের কাজ শুরু করে দেন। বিমানটিকে দেখতে আসেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কর্মী এবং বিমানবন্দর কতৃপক্ষের লোকজন। সারাইয়ের পর ফের উড়ানের জন্য বিমানটিকে তৈরি করা হয়। এরপর বিমানটি ১৯ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়।