Rekha Patra: ‘অন্যায় হয়েছে, আমরা মেনে নেব না’, এবার হাইকোর্টের দ্বারস্থ রেখা পাত্র

Rekha Patra: সন্দেশখালির প্রতিবাদী মুখ ছিলেন রেখা পাত্র। ভোটের প্রচারে নামার আগে তাঁর সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর বসিরহাটের এ প্রান্ত থেকে ও প্রান্তে গিয়ে প্রচার করেন রেখা। তবে ফলাফলে তিনি অনেকটাই পিছনে রয়ে যান।

Rekha Patra: 'অন্যায় হয়েছে, আমরা মেনে নেব না', এবার হাইকোর্টের দ্বারস্থ রেখা পাত্র
হাইকোর্টে রেখা পাত্রImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 25, 2024 | 7:10 PM

কলকাতা: লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোট গ্রহণ হয় বসিরহাটে। ১ জুন ভোট হয় আর ৪ জুন প্রকাশিত হয় ফল। সেই ভোট নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। ওই কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল। তাঁর মনোনয়ন নিয়ে প্রশ্ন তুলে আদালতে মামলা করলেন রেখা। মঙ্গলবার আদালতে গিয়ে তিনি বলেন, ‘মনোনয়নে ভুল তথ্য আছে, ভোটও অন্যায়ভাবে করিয়েছেন উনি।’ সেই অন্যায় মানবেন না বলেই দাবি করেছেন রেখা।

৩ লক্ষ ৩৩ হাজার ৫৪৭ ভোটে প্রতিদ্বন্দ্বী বিজেপির রেখা পাত্রকে হারিয়েছেন হাজি নুরুল ইসলাম। সন্দেশখালির প্রতিবাদী মুখ ছিলেন রেখা পাত্র। ভোটের প্রচারে নামার আগে তাঁর সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর বসিরহাটের এ প্রান্ত থেকে ও প্রান্তে গিয়ে প্রচার করেন রেখা। তবে ফলাফলে তিনি অনেকটাই পিছনে রয়ে যান।

উল্লেখ্য, ভোটের আগেই হাজি নুরুলের মনোনয়ন নিয়ে প্রশ্ন ওঠে। বসিরহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের প্রার্থীপদ বাতিল হওয়া উচিত বলে দাবি করেছিল বিজেপি। তাঁর নো ডিউজ সার্টিফিকেট দেওয়ার শেষ সময় পেরিয়ে গেলেও তা জমা দেননি তিনি, এমনই অভিযোগ তুলেছিল গেরুয়া শিবির। আদালতে গিয়ে রেখা পাত্র জানিয়েছেন, ভোটের নিয়ম ভেঙেছেন হাজি নুরুল, সেই কারণেই এই মামলা করেছেন তিনি।