West Bengal BJP: ৭ দফা পরামর্শ, নাড্ডার কাছে রিপোর্ট বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

West Bengal BJP: ভোট পরবর্তী অশান্তির অভিযোগ সংক্রান্ত বিষয়ে রিপোর্ট হাতে পেতেই রাজ্য সরকারকে তুলোধনা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। মমতার সরকারকে একহাত নিয়ে এক্স হ্যান্ডেলে নাড্ডার দাবি, রাজ্য সরকার কার্যত নীরব দর্শকের ভূমিকায় ছিল।

West Bengal BJP: ৭ দফা পরামর্শ, নাড্ডার কাছে রিপোর্ট বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের
জে পি নাড্ডার কাছে রিপোর্ট বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমেরImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 28, 2024 | 8:50 PM

কলকাতা ও নয়া দিল্লি: লোকসভা ভোট মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমালের অভিযোগ উঠে এসেছিল। বিভিন্ন জায়গায় দলীয় কর্মীরা আতঙ্কে ঘরছাড়া বলে অভিযোগ তুলেছিল বিজেপি। এসবের মধ্যেই ভোট পরবর্তী হিংসার অভিযোগের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে একটি টিম গঠন করে দিয়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সেই টিমে ছিলেন বিপ্লব দেব, রবিশংকর প্রসাদরা। কোচবিহার থেকে সন্দেশখালি… রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে গ্রাউন্ড জিরোর পরিস্থিতি খতিয়ে দেখে শুক্রবার দিল্লিতে নাড্ডার কাছ রিপোর্ট জমা দিয়েছেন বিপ্লব দেবরা।

ভোট পরবর্তী অশান্তির অভিযোগ সংক্রান্ত বিষয়ে রিপোর্ট হাতে পেতেই রাজ্য সরকারকে তুলোধনা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। মমতার সরকারকে একহাত নিয়ে এক্স হ্যান্ডেলে নাড্ডার দাবি, রাজ্য সরকার কার্যত নীরব দর্শকের ভূমিকায় ছিল। বিজেপির সর্বভারতীয় সভাপতি এর জন্য সরাসরি দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঐক্যবদ্ধ হয়েই এই পরিস্থিতির প্রতিবাদ তাঁরা করে যাবেন বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন বিজেপির শীর্ষ নেতা।

বিজেপি সূত্রে খবর, বিজেপির তৈরি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি মোট সাত দফা সুপারিশ জমা দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। রিপোর্টে বিপ্লব দেব, রবিশংকর প্রসাদদের পরামর্শ, স্থানীয় স্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। বিজেপির দলীয় অফিসগুলিতে নিরাপত্তার ব্যবস্থা করা হোক। বিভিন্ন কমিশনগুলি যাতে এলাকায় এলাকায় ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখে এবং প্রয়োজনীয় পদক্ষেপ করে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা আরও বাড়ানো হোক। ঘরছাড়া দলীয় কর্মীদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করতে হবে। আদালতের দ্বারস্থ হয়ে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের আর্জি জানাতে হবে। পাশাপাশি আক্রান্ত পরিবারগুলিকে আর্থিক সাহায্যের পরামর্শও দেওয়া হয়েছে রিপোর্টে। বিজেপি কর্মীদের সরকারি পরিষেবা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠছে যে সব আধিকারিকদের বিরুদ্ধে, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপের পরামর্শও দেওয়া হয়েছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তরফে।