Dilip Ghosh: ‘গেরুয়া স্বামীজির রং’, অরিজিতের মন্তব্য শুনে কী বললেন দিলীপ

Dilip Ghosh On Arijit Singh: রবিবার কলকাতার সল্টলেকে বিজেপি-র শিক্ষক সেলের একটি অনুষ্ঠান হয়। সেখানে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক নেতা। এ দিন শিক্ষক নিয়োগে দুর্নীতি ছাড়াও সাম্প্রতিককালের একাধিক ঘটনা নিয়ে মুখ খোলেন তিনি।

Dilip Ghosh: 'গেরুয়া স্বামীজির রং', অরিজিতের মন্তব্য শুনে কী বললেন দিলীপ
গেরুয়া রঙের বিতর্ক (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 19, 2023 | 3:04 PM

কলকতা: ‘রঙ দে তু মোহে গেরুয়া’ গানটি নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানি কম হয়নি। তবে এতদিন পর্যন্ত গানের গায়ক অরিজিৎ সিং-কে এই প্রসঙ্গে কোনও মন্তব্য করে শোনা যায়নি।শনিবার অ্যাকোয়াটিকায় গানের কনসার্ট ছিল গায়কের। মঞ্চ থেকে বিষয়টি নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, ‘ গেরুয়া রঙটা তো সন্ন্যাসীদের রং। স্বামীজির রঙ।’ অরিজিৎ-এর সেই বক্তব্যের সমর্থন করলেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

রবিবার কলকাতার সল্টলেকে বিজেপি-র শিক্ষক সেলের একটি অনুষ্ঠান হয়। সেখানে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক নেতা। এ দিন শিক্ষক নিয়োগে দুর্নীতি ছাড়াও সাম্প্রতিককালের একাধিক ঘটনা নিয়ে মুখ খোলেন তিনি। পাশাপাশি অরিজিৎ সিং-এর গতকালের মন্তব্যের সমর্থন করেন তিনি। বলেন, “অরিজিৎ সিং ঠিকই বলেছেন। গেরুয়া তো স্বামী বিবেকানন্দের রং। এখানে যদি গেরুয়া নিয়ে গান না করেন তাহলে কি ভ্যাটিকান গিয়ে করবেন? কিন্তু এই সরকার কিছুই সহ্য করতে পারে না।”

কনসার্ট থেকে কী বলেন গায়ক? “এই গানটা নিয়ে খামোকা বিতর্ক তৈরি হল। গেরুয়া রঙটা তো সন্ন্যাসীদের রং। স্বামীজির রঙ। বিবেকানন্দও যদি সাদা পরতেন তাহলে কি সাদা নিয়েই এরকম হত?”

কোথা থেকে হয়েছিল গেরুয়া বিতর্কের সূত্রপাত? ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন অরিজিৎ সিং। তাঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি গানের জন্য অনুরোধ করেন। সেই সময় গেরুয়া গান গেয়ে শোনান অরিজিৎ। সেই ক্লিপিংস ভাইরাল হয়। বিতর্কের শুরু এর পরেই।

১৪ ফেব্রুয়ারি অরিজিতের ইকো পার্কে একটি কনসার্ট হওয়ার কথা ছিল। হঠাৎই হিডকোর তরফে জানানো হয় আন্তর্জাতিক কর্মসূচীর কারণে ইকো পার্ককে ভেন্যু হিসেবে দেওয়া সম্ভব নয়। বাতিল হয় গায়কের কনসার্ট। শুরু হয় বিতর্ক। এই ইস্যুতে মন্তব্য করেন বিজেপি সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “সব শো নয়, বেছে-বেছে অনুষ্ঠান বাতিল করা হচ্ছে।তৃণমূলের সঙ্গে না থাকলে করে খাওয়া বন্ধ হয়ে যাবে। শুধু অরিজিৎ সিং নয়, যারা তৃণমূলের সঙ্গে নেই প্রত্যেকের শো বাতিল করে দেওয়া হচ্ছে। এভাবেই বাংলার শিল্প সংস্কৃতিকে ধ্বংস করেছে তৃণমূল।”

যদিও হিডকোর তরফে জানানো হয়েছিলেন, নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে জি ২০ সামিটের কর্মসূচীর কারণে প্রশাসনের অনুমতি পাওয়া যায়নি। কিছু দিনের মধ্যেই যদিও আয়োজকদের তরফে কনসার্টের নতুন স্থান ও তারিখ ঘোষণা করা হয় যা গতকাল রাতে অনুষ্ঠিত হল সাফল্যের সঙ্গে।