Suvendu Adhikari: নীচুতলার CPM-কংগ্রেস কর্মীরা INDIA জোট মানছে না, বিকল্প ভাবছে, দাবি শুভেন্দুর
BJP Leader Suvendu Adhikari: উল্লেখ্য, আসন্ন লোকসভা ভোটে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একজোট হয়েছে বিজেপি বিরোধী দলগুলি।
কলকাতা: স্বাধীনতা দিবসের দিন ‘ইন্ডিয়া’জোটকে কটাক্ষ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর বক্তব্য, নীচুতলার সিপিএম কর্মী-সমর্থকরা দিল্লির সেটিং মানছে না। বিজেপি নেতার দাবি, এদের মধ্যে অনেকেই বিজেপি-তে যোগ দিতে পারেন।
উল্লেখ্য, আসন্ন লোকসভা ভোটে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একজোট হয়েছে বিজেপি বিরোধী ২৬টি বিরোধী দল। সেখানে একদিকে যেমন তৃণমূল রয়েছে, সঙ্গে রয়েছে সিপিএম-কংগ্রেস-বিআরএস-আপ-এনসিপি সহ একাধিক দল। কেন্দ্রে বিজেপি-র বিরুদ্ধে সিপিএম-কংগ্রেস-তৃণমূল একজোট হলেও এ রাজ্যের ছবি বলছে অন্য কথা।
সদ্য ঘটে যাওয়া পঞ্চায়েত ভোটে রাজ্যের বিভিন্ন জেলায় যেখানে ভোটের ফল ত্রিশঙ্খু হয়েছে, সেই রকম একাধিক জায়গায় সিপিএম-কংগ্রেসকে দেখা গিয়েছে বিজেপি-কে সমর্থন করে পঞ্চায়েত ছিনিয়ে নিয়েছে নতুবা গেরুয়া শিবিরকে সমর্থন করেছে। তারমধ্যে উল্লেখ যোগ্য হল বসিরহাট। ফলে দিল্লিতে দোস্তি থাকলেও বাংলায় যে তৃণমূলের সঙ্গে কুস্তি সেই বিষয়টি ধরা পড়েও গেল। খোদ সিপিএম নেতৃত্ব বলেছে, এ রাজ্যে শাসকদলের অবস্থানের সম্পূর্ণ বিরোধিতা করবে তারা। আর এই ইস্যুকেই গতকাল হাতিয়ার করে সরব হয়েছেন বিরোধী দলনেতা।
তিনি বলেছেন, “নীচুতলার কংগ্রেস সিপিএম কর্মী-সমর্থকরা দিল্লির সেটিং মানছে না। আমার সঙ্গে বহু লোক যোগাযোগ রাখে কারণ আমি গ্রামে-গ্রামে বহু জায়গায় ঘুরি। তাঁরা এই সব বেঙ্গালুরু-পাটনার হিসাব মানে না।” বিজেপি নেতার দাবি, এই সকল কর্মীরা এখন চিন্তা ভাবনা করছেন নয়ত বিজেপি-র সঙ্গে আসবেন, নয়ত নতুন মঞ্চ গড়ে এখানে নো-ভোট টু মমতা করবে।”