এক মহিলার দম্ভের রাজনীতির জন্য সারা বাংলা ভুক্তভোগী: তেজস্বী সূর্য

'উচ্চশিক্ষিতরা চিরকাল চাকরির জন্য বাইরে যান, কিন্তু শ্রমিক শ্রেণির কর্মীরাও এখন আর এই রাজ্যে কাজ পাচ্ছে না'

এক মহিলার দম্ভের রাজনীতির জন্য সারা বাংলা ভুক্তভোগী: তেজস্বী সূর্য
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Feb 20, 2021 | 10:19 PM

কলকাতা: সারা দেশ এগোচ্ছে কিন্তু এক স্বার্থান্বেষী মহিলার রাজনীতির জন্য বাংলা পিছিয়ে রয়েছে। গত এক দশক ধরে পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় এক জায়গায় দাঁড়িয়ে আছে। সারা দেশে তা দ্বিগুণ হয়ে গিয়েছে। এভাবেই নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন বিজেপি যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্য (Tejaswi Surya)।

শনিবার বিকেলে কলকাতার ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিজেপির তরুণ সাংসদ তেজস্বী সূর্য, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত প্রমুখ। অনুষ্ঠানে চলতি অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসা করে বলেন প্রচুর বিনিয়োগ আসতে চলেছে দেশে। পাশাপাশি নাম না করে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তেজস্বী। তাঁর কথায়, যে মাটি সারা ভারতকে পথ দেখিয়েছে, নেতৃত্ব দিয়েছে, দুর্ভাগ্যজনক ভাবে তারা ধ্বংসাত্মক রাজনীতিতে ভুগছে আজ।

ভোটমুখী বাংলায় সন্তর্পণে বাংলার আবেগ ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেন তেজস্বী। বলেন, সুদূর বেঙ্গালুরুতে তাঁর নির্বাচনী কেন্দ্রে বহু বাঙালির বাস। বাঙালি সংস্কৃতিকে তিনি অনেক কাছ থেকে চেনেন। কিন্তু যে  রাজ্য বরাবর দেশকে নেতৃত্ব দিয়েছে তারা এখন স্থবির পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। তিনি যোগ করেন, পশ্চিমবঙ্গে একজনের ইগোর জন্য বাংলা পিছিয়ে আছে। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছে সারা দেশ অথচ বাংলার মানুষ তার কোনও সুযোগ পায় না।

আরও পড়ুন: ‘উপহার’ নিয়ে সোমবার রাজ্যে ঝটিকা সফরে আসছেন মোদী

তেজস্বীর কটাক্ষ, উচ্চশিক্ষা বা চাকরির জন্য ভিন রাজ্যে বা ভিনদেশে বহু মানুষ যান। কিন্তু ভিন রাজ্যের হোটেলে রাঁধুনীর কাজ, শ্রমিকের কাজ নিয়ে বাংলা ছাড়তে হয় বহু মানুষকে। এটাই বাংলার কর্মসংস্থানের বাজার। রাজ্য সরকার কোনও পদক্ষেপ করেনি তাঁদের উন্নতিতে। ২০১৬ থেকে ২০২০ সাল, শেষ চার বছরে বাংলায় বেকারত্ব ২৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন তিনি। আরও বলেন, বাংলায় কেবল অপরাধের রাজনীতির প্রতিষ্ঠা হয়েছে। এই সরকারের জন্য যুবকরা রাজ্য ছেড়ে অন্যত্র চাকরির খোঁজে চলে যাচ্ছে। বাংলার এই অবস্থা না বদলালে শুধু রাজ্যের নয় গোটা দেশের উন্নতি থমকে যাবে বলে মন্তব্য করেন তেজস্বী সূর্য। বলেন, একজন রাজনীতিবিদের দম্ভের কারণে বাংলা দেশের উন্নয়ন থেকে বঞ্চিত হতে পারে না।