বঙ্গভঙ্গ বিতর্কে পৃথক সুর বঙ্গ বিজেপিতে, দিলীপের মন্তব্য ‘ব্যক্তিগত’ বলছেন রাহুল-লকেট
BJP: দু' দিনের উত্তরবঙ্গ সফরে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার (John Barla) দাবিকে কার্যত সমর্থন করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। উত্তরবঙ্গের উন্নয়নের প্রশ্ন তুলে দিলীপের দাবি, বাংলা ভাগ হলে তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আবার বার্লার পৃথক উত্তরবঙ্গের দাবিও অন্যায্য বলে মনে করেন না তিনি।
হুগলি: দু’ দিনের উত্তরবঙ্গ সফরে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার (John Barla) দাবিকে কার্যত সমর্থন করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। উত্তরবঙ্গের উন্নয়নের প্রশ্ন তুলে দিলীপের দাবি, বাংলা ভাগ হলে তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আবার বার্লার পৃথক উত্তরবঙ্গের দাবিও অন্যায্য বলে মনে করেন না তিনি। কিন্তু রাজ্য সভাপতির এই মতে সমর্থন করছেন না রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়রা। প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপবাবুর মন্তব্যকে ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন রাহুল। অন্যদিকে বিজেপি সাংসদ জানান, এমন দাবির কথা তিনি শোনেননি। তবে তাঁরা অখণ্ড বাংলার পক্ষে।
এদিন এক অনুষ্ঠানের পর সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা রাাহুল সিনহা। তাঁর কথায়, “বিরোধীরা রাখি পরাক কিন্তু মানুষ খুন না করুক, কবিগুরুর ধারণাকে বাঁচিয়ে রাখতে চাই আমরা। মানুষ মানুষের রক্তপাত না করে সেটাও আমরা চাই।” তার পরেই পৃথক উত্তরবঙ্গ নিয়ে তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, এরকম কোনও আলোচনা হয়নি কেন্দ্রীয় কিংবা রাজ্য বিজেপিতে। বাংলা যেমন ছিল তেমন থাকবে। তিনি আরও যোগ করেন, ‘বঙ্গ যাতে ভঙ্গ না হয় সেটাই লক্ষ্য সবার, কোন বাংলা ভাগের প্রস্তাব নেই, বাংলা ভাগের জন্য দেশ বা রাজ্য দলের কোন নীতি নেই। যাঁরা বাংলা ভাগের কথা বলছেন, তারা তাঁদের ব্যক্তিগত মন্তব্য করছেন বলে আমার বক্তব্য।”
এদিকে হুগলিতে এদিন একটি রাখি বন্ধনের অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। দলীয় কর্মীদের প্রথমে রাখি পরান। তারপর পথচলতি মানুষ ও গাড়ি ও টোটো চালকদের রাখি পরিয়ে মিষ্টিমুখ করান। সেখানে সাংবাদিকরা তাঁকে বঙ্গভঙ্গ প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করতে লকেটের উত্তর, রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাখি বন্ধন করেছিলেন। আমরাও বাংলার মানুষ উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সবাই মিলেমিশে থাকব। বাংলা বাংলাতেই থাকবে।
কিন্তু রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জন বার্লার পাশে দাঁড়িয়ে তাঁর বঙ্গভঙ্গের বক্তব্যকে সমর্থন করেছেন। এবিষয়ে লকেটের প্রতিক্রিয়া, “কী বলেছেন আমি শুনিনি, আমি জানিনা, তবে আমাদের কাছে আবেগের বাংলা। বাঙালি হিসেবে বাংলা আমাদের কাছে গর্ব, বাংলা বাংলাতেই থাকবে। রবীন্দ্রনাথকে সামনে রেখে, আবেগে রেখে বাংলা কখনো দ্বিধাবিভক্ত হতে পারে না।”
এদিকে বিজেপির এই পৃথক উত্তরবঙ্গের দাবিকে কটাক্ষ করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর কথায়, ‘ডিভিশন পলিটিক্স করছে বিজেপি। কলকাতা থেকে বাংলার জেলায় জেলায় সমান উন্নয়ন হয়েছে। কোথাও বিভেদ করা হয়নি। কিন্তু ব্রিটিশরা যেমন ডিভাইড অ্যান্ড রুল পলিসি নিয়েছিল, বিজেপিও তেমনটা করছে।” আরও পড়ুন: বাড়ল সাসপেনশন! ৬ মাসের জন্য নিলম্বিত অজন্তা, শাস্তি-সিদ্ধান্তে ‘অস্বস্তিতে’ সিপিএম