Arjun Singh: দিল্লি যাওয়ার আগে সিপিএম নেতার বাড়িতে অর্জুন, সলতে পাকাচ্ছেন নতুন আন্দোলনের?

Arjun Singh: অসুস্থ সিপিএম নেতার বাড়ি গেলেন বিজেপি সাংসদ অর্জুন সিং, দিল্লি যাওয়ার আগে গোছাচ্ছেন ঘর? বাড়ছে জল্পনা।

Arjun Singh: দিল্লি যাওয়ার আগে সিপিএম নেতার বাড়িতে অর্জুন, সলতে পাকাচ্ছেন নতুন আন্দোলনের?
ছবি - কেন আচমকা সিপিএম নেতার বাড়িতে গেলেন অর্জুন সিং?
Follow Us:
| Edited By: | Updated on: May 15, 2022 | 8:55 PM

ভাটপাড়া: এই সপ্তাহেই সেরেছেন বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। সোমবারই বৈঠকের কথা রয়েছে বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গে। সেই কারণেই সোমবার দিল্লি উড়ে যাচ্ছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। কিন্তু তার আগে জগদ্দল-ভাটপাড়া এলাকায় অসুস্থ বিজেপি এবং সিপিএম নেতা-কর্মীদের খবর নিচ্ছেন তিনি। গিয়েছেন একাধিক কর্মীর বাড়ি। জগদ্দলে অসুস্থ সিপিএম নেতা দিলীপ ভট্টাচার্যের বাড়িও যেতে দেখা যায় অর্জুনকে। যদি এই সাক্ষাৎকার নিছক সৌজন্যতা বলে দাবি সাংসদের। 

প্রসঙ্গত, বাংলার পাট শিল্পের দুরাবস্থা নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে লাগাতার কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছেন অর্জুন। এমনকী রবিবারই নতুন কের বঙ্গ বিজেপির নেতৃত্বের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলছেন। তাঁদের ব্যর্থতাতেই রাজ্যে বিজেপির অবস্থা দিনে দিনে আরও খারাপ হচ্ছে বলে দাবি ‘বেসুরো’ অর্জুনের। এমনকি বিগত কয়েক দিনে অর্জুন লাগাতার বিজেপির প্রতি বিষোদগার দেখে রাজনৈতিক মহলের একাংশের দাবি ছিল শীঘ্রই তৃণমূলে ফিরতে পারেন বিদ্রোহী অর্জুন। যদিও সবটাই ছিল জল্পনার স্তরে। এমতাবস্থায় এবার একেবারে সিপিএম নেতাদের বাড়িতে অর্জুনের দেখা মেলায় তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার চাপান-উতর। তবে কী ঘাসফুল শিবির ছেড়ে বামেদের দিকেই ঝুঁকছেন অর্জুন? নাকি দিল্লি যাবার আগে নিজের ঘর গুছিয়ে রাখছেন অর্জুন? সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। 

তবে এদিন জগদ্দলের সিপিএম নেতার বাড়ি যাওয়া প্রসঙ্গে অর্জুন বলেন, “আমি সিপিএম নেতা হিসাবে ওনার কাছে আসিনি। ওনার সঙ্গে আমার ২০ বছরের সম্পর্ক। দিলীপদাকে আমি সব সময় দাদা হিসাবেই দেখি। ওনার ছেলের কাছ থেকে অসুস্থতার খবর পেয়ে দেখা করতে আসি”। এদিকে অর্জুন আগমণ নিয়ে সিপিএম নেতা দিলীপ ভট্টাচার্য়ের দাবি, অর্জুন সিংয়ের সঙ্গে আমার বহু দিনের সম্পর্ক। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। আমি ওনার কাছে আজ একাধিক দাবি রেখেছি। আজ অসংগঠিত শিল্পের পেনশন আজ খুবই কমে গিয়েছে। বর্তমানে সর্বনিম্ন ১০৭৫ টাকা পাওয়া যায়। সর্বোচ্চ ৩ হাজারের মতো পাওয়া যায়। এটা যাতে বড়ানো হয় তা আমি অর্জুনকে দেখতে বলেছি। আমাদের এটা চটকল এলাকা। ভাটপাড়া- ব্যারাকপুর মিলিয়ে ২০ থেকে ২২ টা জুটমিল রয়েছে। তাই এখানে পাট শিল্পের দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে।