BJP: ‘দুর্নীতি’ অস্ত্রে শান বিজেপির, গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত বিশাল মিছিল শুভেন্দুর
BJP: এদিন বিকালে গড়িয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে যায় যাদবপুরের সুলেখা মোড় পর্যন্ত। মূলত রাজ্য যে সমস্ত দুর্নীতির অভিযোগ উঠেছে সেগুলির প্রতিবাদেই এদিনের মিছিল থেকে সুর চড়ান পদ্ম নেতারা। সুলেখায় পথসভাও রয়েছে শুভেন্দুর।
কলকাতা: রাজ্যজোড়া দুর্নীতির বিরুদ্ধে ফের গর্জে উঠল পদ্ম শিবির। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল নামল রাজপথে। গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হল বুধবার বিকালে। মঙ্গলবার দেগঙ্গার কর্মীসভা থেকে সুর চড়াতে দেখা গিয়েছিল শুভেন্দুকে। এবার একই ইস্যুতে মিছিল মহানগরীর রাজপথে।
এদিন বিকালে গড়িয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে যায় যাদবপুরের সুলেখা মোড় পর্যন্ত। মূলত রাজ্য যে সমস্ত দুর্নীতির অভিযোগ উঠেছে সেগুলির প্রতিবাদেই এদিনের মিছিল থেকে সুর চড়ান পদ্ম নেতারা। এদিকে সামনেই লোকসভা ভোট। তার আগে রাজ্যজুড়ে নানা কর্মসূচি নিয়ে চলেছে পদ্ম শিবির। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, এদিনও ফের নিজেদের শক্তি পরখ করতেই মাঠে নেমেছেন শুভেন্দুরা। লক্ষ্য, এলাকায় ভোটের আগে নতুন করে সংগঠনের জমি শক্ত করে নেওয়া। প্রসঙ্গত, গড়িয়া থেকে যাদবপুর, গোটা এলাকাতেই এখন বেশ ভালই শক্তি রয়েছে বামেদের। ক্ষমতায় আবার তৃণমূল। সেখানে ভোটের মুখে বিজেপির এই মিছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এদিনের মিছিলে রীতিমতো ভালই জমায়েত দেখতে পাওয়া গিয়েছে। ভিড়ের জটে দীর্ঘক্ষণ যানজটও দেখতে পাওয়া যায় এলাকায়। লোকসভা ভোটের আগে এই মিছিল বিজেপির তৃণমূল স্তরের নেতা-কর্মীদের নতুন করে অক্সিজেন জোগাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ। মিছিল শেষে সুলেখা মোড়ে একটি পথসভা করার কথা রয়েছে শুভেন্দুর। সেখান থেকে বিরোধী দলনেতা কী বার্তা দেন সেদিকে নজর রয়েছে সকলের।