মিছিলে হামলা নিয়ে রাজ্যপালের দ্বারস্থ মুকুল, আগামিকাল যাচ্ছেন কমিশনে
তাৎপর্যপূর্ণভাবে, মঙ্গলবারই রাজ্যে পা রাখতে চলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেদিক থেকে মুকুল কমিশন আধিকারিকদের উপস্থিতিতে কী বলেন, সেদিকেই নজর থাকছে রাজনৈতিক মহলের।
কলকাতা: বিজেপির (BJP) রোড শো-কে কেন্দ্র করে রবিবার রণক্ষেত্রের আকার নিয়েছিল দক্ষিণ কলকাতার একাংশ। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা শেষমেশ ধুন্ধুমারের আকার নিয়েছিল। বিশৃঙ্খলার অভিযোগ উঠেছিল শাসকদলের দিকে। যা নিয়ে এবার রাজ্যপালের দ্বারস্থ হলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় (Mukul Roy)। এদিন রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে দেখা করেন বিজেপি নেতা। রাজ্যর সামগ্রিক পরিস্থিতির কথা তিনি তুলে ধরেন।
মুকুলের প্রশ্ন, “যেভাবে বারবার বিজেপি নেতা-কর্মীদের উপর আক্রমণ হচ্ছে তাতে শান্তিপূর্ণ নির্বাচন কীভাবে সম্ভব? বাংলায় গতকাল শান্তিপূর্ণ মিছিলে হামলা হয়। খেজুরিতে আজ হয়েছে। শান্তিপূর্ণ ভোট করাটা প্রয়োজন। বাংলায় যে অরাজকতা চলছে” তা নিয়েই এদিন রাজ্যপালকে ‘নালিশ’ জানান মুকুল। আগামিকাল তিনি নির্বাচন কমিশনেও হাজির হবেন বলে জানিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে, মঙ্গলবারই রাজ্যে পা রাখতে চলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেদিক থেকে মুকুল কমিশন আধিকারিকদের উপস্থিতিতে কী বলেন, সেদিকেই নজর থাকছে রাজনৈতিক মহলের।
আরও পড়ুন: ঠিক এই কারণেই শুভেন্দুর রাজনৈতিক কেরিয়ার শেষ হবে দ্রুত, ভবিষৎদ্বাণী করলেন ফিরহাদ
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালে সভা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তাঁর প্রাক্তন সেনাপতি। তিনি বলেন, “মমতার কথায় আর সাধারণ মানুষের ভরসা নেই সেটা বোঝাই যাচ্ছে। বাংলার মানুষ ৩৬৫ ধারা চাইছেন। অন্যদিকে বাম-কংগ্রেস জোট নিয়ে তিনি বলেন, সিপিআইএম কংগ্রেস কী করছে সেটা তাদের বিষয়, বিজেপি মানুষ প্রতি আস্থা নিয়ে চলছে।”
আরও পড়ুন: শুভেন্দুর সভাস্থলের পাশেই বেপরোয়া বোমাবাজি, রণক্ষেত্র খেজুরি