Mysterious Death: শহরে ফের রবিনসন স্ট্রিটের ছায়া! মৃত যুবতীর দেহ আগলে মা বললেন ‘মেয়ে ঘুমোচ্ছে’

Jadavpur Death: যুবতীর মা দীপালি বসুকে যখন প্রতিবেশীরা প্রশ্ন করেছিলেন, তখন এই মহিলা জানান, 'মেয়ে এখন ঘুমোচ্ছে, কাল সকালে উঠবে।' মৃত ওই যুবতীর নাম দোয়েল বসু। বছর বত্রিশের ওই যুবতীর কীভাবে মৃত্যু হল, তা নিয়েও সংশয়ে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশকর্মীরা।

Mysterious Death: শহরে ফের রবিনসন স্ট্রিটের ছায়া! মৃত যুবতীর দেহ আগলে মা বললেন 'মেয়ে ঘুমোচ্ছে'
রবিনসন স্ট্রিটের ছায়া বিজয়গড়ে
Follow Us:
| Edited By: | Updated on: Apr 24, 2023 | 7:21 PM

কলকাতা: রবিনসন স্ট্রিটের ছায়া এবার কলকাতার রানিকুঠিতে। যুবতী মেয়ের দেহ পাঁচ দিন ধরে আগলে বসে থাকলেন মা। মৃত ওই যুবতীর নাম দোয়েল বসু। বছর বত্রিশের ওই যুবতীর কীভাবে মৃত্যু হল (Mysterious Death), তা নিয়েও সংশয়ে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে যাদবপুর থানার (Jadavpur Police Station) পুলিশকর্মীরা। নিছকই স্বাভাবিক মৃত্যু? নাকি খুন, না আত্মহত্যা? সেই সব নিয়ে ধোঁয়াশা এখনও কাটছে না। যুবতীর মা দীপালি বসুকে যখন প্রতিবেশীরা প্রশ্ন করেছিলেন, তখন এই মহিলা জানান, ‘মেয়ে এখন ঘুমোচ্ছে, কাল সকালে উঠবে।’ জানা যাচ্ছে, এই বাড়িতে খাবার ডেলিভারি দিতে আসত এক যুবক। সেই যুবকের থেকে রোজই খাবার নিতেন দীপালি বসু নামে ওই মহিলা। স্থানীয় সূত্রে খবর, ২০০৬ সাল থেকে বিজয়গড় এলাকার ওই ফ্ল্যাটে থাকছিলেন মা ও মেয়ে। কিন্তু গত কয়েকদিন ধরে মেয়েকে দেখা যাচ্ছিল না।

প্রতিদিনের মতো সোমবারও দুপুুরে বিজয়গড়ের ওই ফ্ল্যাটে খাবার দিতে এসেছিল ডেলিভারি বয়। আর সেই সময়েই তাঁর নাকে বিকট একটি গন্ধ যায়। মাংস পচা গন্ধ যেমন হয়, তেমনই একটি বিশ্রী গন্ধ। আর এই গন্ধ থেকেই সন্দেহ হয় যুবকের। আশপাশের লোকজনকে বিষয়টি জানান তিনি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় যাদবপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবতীদের দেহটি উদ্ধার করে। দোয়েলের দেহটি পুলিশ এসএসকেএম হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। আগামিকাল (মঙ্গলবার) দেহের ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে।

এদিকে মৃত যুবতীর মা দীপালি বসুকেও যাদবপুর থানার পুলিশের তরফে মেডিক্যাল করার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ওই ফ্ল্যাটটি তালাবন্ধ করে দিয়েছে পুলিশ। প্রতিবেশীরা জানাচ্ছেন, তাঁরা বিগত পাঁচ-ছয় দিন ধরেই গন্ধ পাচ্ছিলেন। কিন্তু সেটি যে কোনও মানুষ মরার গন্ধ, সেটি তাঁরা বুঝতে পারেননি। তাঁরা ভেবেছিলেন কোথাও ইঁদুর বা ওই জাতীয় কোনও প্রাণী মরে পরে রয়েছে। এরপর এদিন ওই ডেলিভারি বয় এদিন দুপুরে খাবার দিতে গেলেই নাকে বিকট সেই গন্ধ ভেসে আসে।