খাস কলকাতায় থেঁতলে খুন, পুলিস কিয়স্কের পাশে মিলল মহিলার দেহ
ঢিল ছোড়া দূরত্বে জোড়াসাঁকো থানা। প্রশ্ন উঠেছে, একজনকে খুন করা হল অথচ পুলিস কিছুই টের পেল না।
কলকাতা: পুলিস কিয়স্কের পাশে এক মহিলাকে মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠল খাস কলকাতায়। রবিবার সকালে মহাজাতি সদনের পাশে একটি ঝুপড়ি থেকে উদ্ধার হয় এক মহিলার রক্তাক্ত দেহ। মৃতের নাম জয়বান বিবি (৪২)। পরিবারের অভিযোগ, লুঠপাটের চেষ্টায় কেউ এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থলের পাশেই পুলিসের কিয়স্ক। ঢিল ছোড়া দূরত্বে জোড়াসাঁকো থানা। প্রশ্ন উঠেছে, একজনকে খুন করা হল অথচ পুলিস কিছুই টের পেল না।
আরও পড়ুন: দেশের মানুষকে বহিরাগত বলা সংবিধান বিরোধী, ‘ভদ্রভাবে’ সতর্ক করলেন রাজ্যপাল
স্থানীয়রা জানান, পুলিস কিয়স্কের গায়েই ঝুপড়িতে থাকতেন জয়বান। পরিবারের অন্যদের সঙ্গে দুই ছেলে থাকেন বাঁকুড়ায়। এদিন সকালে মাকে ফোন করেন ছেলে মহম্মদ আফতাব। বারবার যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। এরপরই স্থানীয় এক যুবককে ফোন করে খোঁজ নিতে বলেন মায়ের। সেই যুবকই এসে দেখেন পড়ে রয়েছেন জয়বানের রক্তাক্ত দেহ।
আরও পড়ুন: নেতার নাম করে হুমকি, ‘তৃণমূলের বিরুদ্ধে ভোট দিলে রক্তগঙ্গা বইবে’
খবর দেওয়া হয় জোড়াসাঁকো থানায়। পুলিসের অনুমান, ভারী কিছু দিয়ে ওই মহিলার মাথায় আঘাত করা হয়েছে। আফতাবের দাবি, মায়ের কাছে একটা ট্রাঙ্ক ছিল। তাতে বেশ ভালই টাকা রেখেছিলেন। সেই টাকা লুঠ করতেই খুন বলে মনে করছে পরিবার। সিসিক্যামেরার ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।