দেশের মানুষকে বহিরাগত বলা সংবিধান বিরোধী, ‘ভদ্রভাবে’ সতর্ক করলেন রাজ্যপাল
রাজ্যপাল বলেন, "সংবিধান আমাদের শেখায় ভারত এক। আমাদের একটাই দেশ। দেশের এক ভূখণ্ডের ব্যক্তি অন্য ভূখণ্ডে বহিরাগত হতে পারে না। যে এ ধরনের মন্তব্য করে, সে সংবিধানের ভাবনার বিরোধী।"
কলকাতা: সংবিধানের শপথ নেওয়া মানুষদের এ রাজ্যে ‘বহিরাগত’ বলা হয়। এটা সংবিধানের গুরুত্বকে ক্ষুন্ন করা। অনেকেই এসবের সীমা পার করে যাচ্ছে। ভদ্রভাবে সতর্ক করেও কাজ হচ্ছে না। নাম না করে রবিবার তৃণমূলের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন রাজ্যপাল (Governor) জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। একই দেশে বসবাসকারীরা কীভাবে বহিরাগত হতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।
আরও পড়ুন: মমতাকে ফোন শরদ পাওয়ারের, কেন্দ্রের বিরুদ্ধে এককাট্টা হওয়ার ডাক
এদিন জোড়াসাঁকোতে এক সেমিনারে অংশ নেন রাজ্যপাল। সংবিধানের পাতায় পাতায় যে ছবি আঁকা রয়েছে, সেই ছবির ব্যাখ্যা নিয়ে এই সেমিনার। সেখানেই নাম না করে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেন ধনখড়। বলেন, “খুব কষ্ট হয় যখন এখানকার কয়েকজন সংবিধানের শপথ নেওয়া লোকেদের বহিরাগত বলেন। কোনওভাবেই আমাদের সংবিধানকে ক্ষুন্ন করার অধিকার কারও নেই। যারা এই সীমা পার করছে তাদের আমি ভদ্রভাবে সতর্ক করেছি। তবে যারা যারা গত কয়েক দশকে সংবিধানকে চ্যালেঞ্জে করেছে বা মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে তারা নিজেরাই শেষ হয়ে গিয়েছে।”
আরও পড়ুন: ভ্যাকসিন নির্মাতাদের আইনি সুরক্ষা দিক কেন্দ্র, দাবি সেরাম কর্তার
রাজ্যপালের সংযোজন, “সংবিধান আমাদের শেখায় ভারত এক। আমাদের একটাই দেশ। দেশের এক ভূখণ্ডের ব্যক্তি অন্য ভূখণ্ডে বহিরাগত হতে পারে না। যে এ ধরনের মন্তব্য করে, সে সংবিধানের ভাবনার বিরোধী।” উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে ক্রমেই জোরাল হয়েছে তৃণমূলের ‘বহিরাগত’ তত্ত্ব। বিজেপির কেন্দ্রীয় নেতাদের বঙ্গ রাজনীতিতে পদার্পণকে বহিরাগত দিয়ে বাংলা দখলের চেষ্টা বলে তোপ দেগেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। একুশের বিধানসভা ভোটের হাতে তৃণমূল এই বহিরাগত তত্ত্বকেই বারবার তুলে ধরেছে। এদিন রাজ্যপাল সেই তত্ত্বের পাল্টাই এক হাত নিলেন।