AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: পার্থর পর কুন্তল-শান্তনুতেও কঠোর তৃণমূল, কেষ্টর বিরুদ্ধে ব্যবস্থা কবে? কী বলছে ঘাসফুল

Anubrata Mondal: রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, 'অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, তা যথাসময়ে দল জানাবে।'

TMC: পার্থর পর কুন্তল-শান্তনুতেও কঠোর তৃণমূল, কেষ্টর বিরুদ্ধে ব্যবস্থা কবে? কী বলছে ঘাসফুল
অনুব্রত মণ্ডল
| Edited By: | Updated on: Mar 14, 2023 | 4:58 PM
Share

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) আগেই দলের সব পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল (Trinamool Congress)। এবার খাড়া নামল নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়া তৃণমূলের আরও দুই যুব নেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের উপরেও। দুই যুব নেতাকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসকদল দুর্নীতির ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিতে চাইছে। আগেও শাসক দলের তরফে বার বার বলা হয়েছে, দুর্নীতির ইস্যুতে কাউকে রেয়াত করা হবে না। কিন্তু গরু পাচার মামলায় গ্রেফতার তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে কি কোনও ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে দল? এদিন এই নিয়ে প্রশ্নের উত্তরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, ‘অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, তা যথাসময়ে দল জানাবে।’

প্রশ্ন করা হয়েছিল নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি মানিক ভট্টাচার্যের প্রসঙ্গেও। তাতেও জানানো হয়, মানিক ভট্টাচার্য দলের কোনও পদে নেই। তিনি নির্বাচিত বিধায়ক। একজন জনপ্রতিনিধিকে এইভাবে সরিয়ে দেওয়া যায় না বলেই জবাব ব্রাত্য বসুর। উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের বিষয়ে দল শুরু থেকেই বেশ নরম মনোভাব দেখিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হয়েছিল, যেভাবে তাঁকে দলের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, যেভাবে ঠারেঠোরে বুঝিয়ে দেওয়া হয়েছিল, দুর্নীতি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে… গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সেভাবে কোনও কড়া অবস্থান নিতে দেখা যায়নি তৃণমূলকে।

বরং দলের তরফে বার বার অনুব্রত মণ্ডলের বিষয়ে শুরু থেকেই বেশ নরম মনোভাব দেখা গিয়েছে। কখনও তাঁকে ‘বীর’ তকমা দেওয়া হয়েছে, আবার কখনও তুলনা টানা হয়েছে বাঘের সঙ্গে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং অনুব্রতর হয়ে কথা বলেছেন বিভিন্ন সময়ে। কিন্তু কেন অনুব্রতর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে না তৃণমূল? রাজ্য রাজনীতির পর্যবেক্ষকদের একাংশের মতে, এর একটি অন্যতম কারণ হতে পারে সামনেই রাজ্য পঞ্চায়েত নির্বাচন রয়েছে। অনুব্রতর গ্রেফতারি পরবর্তী সময়ে বীরভূমের সংগঠন সামাল দিতে শাসক শিবিরকে যেভাবে বেগ পেতে হচ্ছে, যদি কোনও কড়া পদক্ষেপ করা হয়, তাহলে তা আরও কঠিন হয়ে উঠতে পারে। সম্ভবত, সেই কারণেই অনুব্রতর বিরুদ্ধে এখনই কোনও কড়া ব্যবস্থা নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল।