Buddhadeb Bhattacharjee: নতুন ‘সাজে’ অপেক্ষায় পাম অ্যাভিনিউয়ের সেই কামরা, ঘরে ফিরছেন বুদ্ধবাবু, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
Budhhadeb Bhattacharjee: গত ২৯ জুলাই হাসপাতালে ভর্তি করানো হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। যে পরিস্থিতিতে সেদিন বুদ্ধবাবুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন চিকিৎসকরাও।
কলকাতা: আজ, বুধবার নিজের পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে ফিরবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসকরা জানিয়েছেন, এটাই ‘স্যরের’ বাড়ি ফেরার আদর্শ সময়। ১২ দিনের মাথায় বাড়ি ফিরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সকাল থেকেই দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে প্রস্তুতি শুরু। হাসপাতালের বাইরে প্রস্তুত করা হচ্ছে সিসিইউ অ্যাম্বুলেন্স। হাসপাতালে সূত্রে খবর, এই অ্যাম্বুলেন্স করেই পাম অ্যাভিনিউয়ের বাড়ির উদ্দেশে রওনা দেবেন বুদ্ধবাবু।
বুদ্ধবাবুকে বাড়ি পাঠানোর আগে অবশ্য চিকিৎসকদের একটি দল গিয়ে তাঁর এক কামরার ঘর পরিদর্শন করে এসেছেন। মঙ্গলবার বেলার দিকে সেই দলের প্রতিনিধিরা বুদ্ধবাবুর ঘর ঘুরে দেখেন। কোন জায়গায় বিছানা থাকবে, কোন জায়গায় থাকবে চিকিৎসার সরঞ্জাম, সবটাই ঠিক করে দেন চিকিৎসকরা। ঘর জীবাণুমুক্তকরণ করা হয়েছে।
সূত্রের খবর, ঘরে রাখা হবে ‘কার্ডিয়াক মনিটর’ , যাতে অক্সিজেনের মাত্রা ওঠানামা, রক্তচাপ, হৃদস্পন্দন সবটাই মূল্যায়ন করা যাবে। বুদ্ধবাবুর জন্য একটি নতুন বাইপ্যাপের ব্যবস্থা করা হয়েছে। আগের বাইপ্যাপটি সাড়ে তিন বছরের পুরনো। সেক্ষেত্রে সেটি এখন ওতটাও কার্যকরী নয়। ফলে নতুন আরেকটির ব্যবস্থা করা হয়েছে।
গত ২৯ জুলাই হাসপাতালে ভর্তি করানো হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। যে পরিস্থিতিতে সেদিন বুদ্ধবাবুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন চিকিৎসকরাও। তবে দ্রুত চিকিৎসায় সাড়া দিয়েছেন বুদ্ধবাবু। গত শুক্রবারই চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন, তিনি সংক্রমণমুক্ত। ১১ দিন হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। মাঝে অবশ্য বাড়ি ফেরার বায়না করেছিলেন। শনিবার থেকে হাসপাতালে রবীন্দ্রসঙ্গীত শুনেছেন, চিকিৎসকদের সঙ্গে গল্পগুজবও করেছেন। তাঁকে দেখতে আসা ঘনিষ্ঠদের সঙ্গেও কথা বলেছেন। সূর্যকান্ত মিশ্রের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন তিনি।
তারপরই মেডিক্যাল বোর্ডের সদস্যরা বুদ্ধবাবুর সমস্ত রিপোর্ট খতিয়ে দেখার পর বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নেন। চিকিৎসক জানিয়েছেন, “স্যর আমাদের সমস্ত কথা মেনে চলছেন। খুব ভাল রয়েছেন। ওঁকে তরল খাবারই দেওয়া হচ্ছে। এটাই তাঁকে বাড়ি ফেরানোর আদর্শ সময়। শুধু থাকার জায়গারই বদল হচ্ছে। হাসপাতালের বদলে বাড়িতে থাকছেন। মেডিক্যাল টিমের মনিটারিং, সুপারভিশন একই রকম চলতে থাকবে। শুধু জায়গার বদল হবে।” এখন কেবল পাম অ্যাভিনিউয়ের এক কামরা ঘর অপেক্ষায় রয়েছে বুদ্ধবাবুর।