Buddhadeb Bhattacharjee Updates: হাসপাতাল থেকে ছুটি পেলেন বুদ্ধবাবু

Buddhadeb Bhattacharjee: চিকিৎকসরাই জানিয়ে দিয়েছেন, বুদ্ধবাবুর আদতে জায়গাটাই বদল হচ্ছে। অর্থাৎ তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন, কিন্তু সেখানেও তাঁর ওপর মেডিক্যাল টিমের মনিটারিং, সুপারভিশনেই থাকবে।

Buddhadeb Bhattacharjee Updates: হাসপাতাল থেকে ছুটি পেলেন বুদ্ধবাবু
বাড়ির পথে বুদ্ধবাবুImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2023 | 12:17 PM

কলকাতা: আজ, বুধবারই বাড়ি ফিরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে চিকিৎকসরাই জানিয়ে দিয়েছেন, বুদ্ধবাবুর আদতে জায়গাটাই বদল হচ্ছে। অর্থাৎ তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন, কিন্তু সেখানেও তাঁর ওপর মেডিক্যাল টিমের মনিটারিং, সুপারভিশনেই থাকবে। চিকিৎসকদের কড়া নজরদারিতে থাকবেন তিনি।

KEY HIGHLIGHTS

  1. গত শনিবার অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হয় বুদ্ধবাবুর। আজ আর কিছুক্ষণের মধ্যেই বুদ্ধবাবুকে হাসপাতাল থেকে রিলিজ করা হবে। আগামী ১ মাস অনেক হোম কেয়ার করা হবে। নার্স থাকবেন, চিকিৎসকরা যাবেন।
  2. ওষুধ খাওয়ানো ও প্যারামিটার দেখার জন্য নার্স থাকবেন পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই। ফিজিওথেরাপি হবে।
  3. চিকিৎসক বলেছেন, “খুব বড় চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে। ওঁর রেসপন্স ভাল হয়েছে। ডাক্তারদের অনেকটাই সুবিধা হয়েছে। উনি হাঁটাচলা করতে পারছেন। বুদ্ধবাবু আনন্দিত, সকলকে আশীর্বাদ করেছেন। যে অবস্থায় এসেছিলেন তাঁর থেকে অনেক ভাল, ট্রিটিং টিম হিসেবে আমরাও খুশি।” চিকিৎসকরাই জানাচ্ছেন, স্থান পরিবর্তন হল, কিন্তু হোম কেয়ার চলবে। বাই প্যাপ সাপোর্ট ছাড়াই  বাড়ি ফিরছেন বুদ্ধবাবু, তবে বাড়িতে বাই প্যাপ দেওয়া হবে।
  4. ইতিমধ্যেই হাসপাতালে শুরু হয়ে গিয়েছে সমস্ত রকমের প্রস্তুতি। হাসপাতালের বাইরে রাখা রয়েছে সিসিইউ অ্যাম্বুলেন্স।

    Buddhadeb Bhattacharjee

    হাসপাতালে পৌঁছলেন স্ত্রী

  5. মঙ্গলবারই বেলার দিকে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল বুদ্ধবাবুর পাম অ্যাভিনিউয়ের ঘর ঘুরে দেখে এসেছে। কোন জায়গায় বিছানা থাকবে, কোন জায়গায় থাকবে চিকিৎসার সরঞ্জাম, সবটাই ঠিক করে দেন চিকিৎসকরা।
  6. সকালেই বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য হাসপাতালে পৌঁছে গিয়েছেন। সকাল ১১টা নাগাদ হাসপাতালে পৌঁছন তাঁরা। তিনি বলেন, “এতদিন যাঁরা ওঁর জন্য চিন্তা করেছেন, তাঁদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। ওঁ যাতে বাড়িতেও সুস্থ ভাবে থাকতে পারেন, তার কামনা করুন।”
  7. বুদ্ধদেবের জন্য নতুন বাইপ্যাপের ব্যবস্থা করা হচ্ছে। ঘরে রাখা হবে ‘কার্ডিয়াক মনিটর’ , যাতে অক্সিজেনের মাত্রা ওঠানামা, রক্তচাপ, হৃদস্পন্দন সবটাই নজরে রাখতে পারবেন চিকিৎসকরা।
  8. বুদ্ধবাবুর জন্য একটি নতুন বাইপ্যাপের ব্যবস্থা করা হয়েছে। আগের বাইপ্যাপটি সাড়ে তিন বছরের পুরনো। ১১ দিন হাসপাতালেই ভর্তি ছিলেন বুদ্ধবাবু। ১২ দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন তিনি।

    বুদ্ধবাবুর স্ত্রী হাসপাতালে পৌঁছলেন

  9. চিকিৎসক জানিয়েছেন, “স্যর আমাদের সমস্ত কথা মেনে চলছেন। খুব ভাল রয়েছেন। ওঁকে তরল খাবারই দেওয়া হচ্ছে। এটাই তাঁকে বাড়ি ফেরানোর আদর্শ সময়। শুধু থাকার জায়গারই বদল হচ্ছে। হাসপাতালের বদলে বাড়িতে থাকছেন। মেডিক্যাল টিমের মনিটারিং, সুপারভিশন একই রকম চলতে থাকবে। শুধু জায়গার বদল হবে।”