Kolkata: দোকান ভাঙতে যেতেই অশান্তি, মেডিক্যাল কলেজের সামনে তুমুল বিক্ষোভ

National Medical College: এদিকে, ব্যবসায়ীদের দাবি তাঁরা নিজেদের দোকান কোনও ভাবেই ভাঙতে দেবেন না। এরপর একজন তো ভরা রাস্তাতেই শুয়ে পড়েন। আর আচমকাই চলে আসে গাড়ি। তবে সময় মতো ড্রাইভার ব্রেক কষে দেওয়ায় প্রাণে বেঁচে যান তিনি।

Kolkata: দোকান ভাঙতে যেতেই অশান্তি, মেডিক্যাল কলেজের সামনে তুমুল বিক্ষোভ
গাড়ির সামনে শুয়ে বিক্ষোভImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 29, 2024 | 3:55 PM

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কলকাতা শহরের একাধিক ফুটপাত খালি করার কাজ শুরু হয়েছে। আর এবার ন্যাশনাল মেডিক্যাল কলেজের সামনে জবরদখল তুলতে নামল বুলডোজার। মুখ্যমন্ত্রী একমাসের সময় সীমা দিলেও বুলডোজার নিয়ে অ্যাকশনে পুরসভা। আর পুরকর্মীরা বেআইনি দোকান সরানোর কাজ শুরু করতেই কার্যত বিক্ষোভ শুরু হয়।

এদিকে, ব্যবসায়ীদের দাবি তাঁরা নিজেদের দোকান কোনও ভাবেই ভাঙতে দেবেন না। এরপর একজন তো ভরা রাস্তাতেই শুয়ে পড়েন। আর আচমকাই চলে আসে গাড়ি। তবে সময় মতো ড্রাইভার ব্রেক কষে দেওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। তবে গাড়ির বনেটে জোরে জোরে মাথা ঠুকতে থাকেন ওই ব্যবসায়ী। প্রত্যেকেরই এক বক্তব্য কোনওভাবেই তারা দোকান সরাতে দেবেন না।

বিক্ষোভকারী এক ব্যবসায়ী বলেন, “চা বিক্রি করে আমরা পেট চালাই। এখন দোকান ভেঙে দিলে আমরা কী করব। আমরা তো কোনও চাকরি করি না। সংসার চলবে কীভাবে।” আরও এক ব্যবসায়ী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় গরিবদের পেটে লাথি মারছেন। এটা ঠিক হচ্ছে না। এটা খুব খারাপ হচ্ছে। পুলিশ এসে এক লক্ষ টাকার মাল নষ্ট করে দিচ্ছে।”