Byron Biswas: জেতার পরেও বিধানসভায় বসতে পারছেন না বাইরন, দ্রুত শপথ নেওয়াতে তৎপর কংগ্রেস

West Bengal Assembly: রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানাচ্ছেন, রাজ্যপালের কাছে তাঁর দফতর থেকে চিঠি পাঠানো হয়ে গিয়েছে। রাজ্যপালের অনুমোদন এসে গেলেই শপথগ্রহণ হয়ে যাবে।

Byron Biswas: জেতার পরেও বিধানসভায় বসতে পারছেন না বাইরন, দ্রুত শপথ নেওয়াতে তৎপর কংগ্রেস
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাইরন বিশ্বাস
Follow Us:
| Edited By: | Updated on: Mar 11, 2023 | 6:51 PM

কলকাতা: সাগরদিঘির উপনির্বাচনে জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস (Byron Biswas) শনিবার বিধানসভায় (West Bengal Assembly) এসেছিলেন। দেখা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এখনও বিধায়ক হিসেবে তাঁর শপথগ্রহণ হয়নি। বাইরন জানালেন, এখনও রাজ্যপালের তরফে কোনও বার্তা আসেনি বিধানসভায়। উল্লেখ্য, বিধায়কদের শপথগ্রহণের এই বিষয়টি পরিষদীয় দফতর থেকে রাজভবনে পাঠানো হয়ে থাকে। তারপর রাজভবন থেকে সেই মতো বার্তা পাঠানো হয়ে থাকে। যদিও রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানাচ্ছেন, রাজ্যপালের কাছে তাঁর দফতর থেকে চিঠি পাঠানো হয়ে গিয়েছে। রাজ্যপালের অনুমোদন এসে গেলেই শপথগ্রহণ হয়ে যাবে।

শোনা যাচ্ছে, সোমবারের মধ্যে বাইরন বিশ্বাসের শপথগ্রহণ করাতে চাইছে কংগ্রেস শিবির। এখন রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন চলছে। সোমবারের মধ্যে শপথগ্রহণ হলে, অন্তত একদিন বিধানসভার অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন বাইরন। কিন্তু সোমবারের মধ্যে কি অনুমোদন চলে আসবে? সেই বিষয়ে পরিষদীয় মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান, রাজ্যপাল পাঠিয়ে দিলেই হয়ে যাবে। রাজ্যপাল এক ঘণ্টার মধ্য়েও দিতে পারেন আবার এক মাস পরেও দিতে পারেন। সেটি রাজ্যপালের উপর নির্ভর করছে।’

অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দেশের সংবিধানের ১৮৮ নং ধারার কথা উল্লেখ করে বলেন, ‘রাজ্যপাল শপথবাক্য পাঠ করাবেন। তিনি যদি না থাকেন, তাহলে তাঁর অনুমোদনক্রমে কেউ শপথ বাক্য পাঠ করাতে পারেন। তারপরই কেউ বিধানসভায় বসতে পারবেন। এখনও পর্যন্ত আমার কাছে কিছু আসেনি। আসলে তো করিয়েই দিতাম।’

এদিকে শনিবার বিকেলে বাইরন বিশ্বাসকে সঙ্গে নিয়ে রাজভবনে পৌঁছে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেখান থেকে বেরিয়ে অধীর বলেন, ‘বাইরন জিতেছে ২ তারিখ। আজ ১১ তারিখ। এখনও বিধানসভার বাইরে। স্পিকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি বলছেন, রাজভবন থেকে বিজ্ঞপ্তি আসছে না। রাজভবন থেকে যাতে বিজ্ঞপ্তি তাড়াতাড়ি যায়, সেই আবেদন রাখতেই রাজভবনে এসেছিলাম।’