C M Mamata Banerjee: ৫০ দিন পর নবান্নে গেলেন মমতা, অনুরাগীদের উদ্দেশ্যে নাড়লেন হাত

C M Mamata Banerjee: গত ১১ সেপ্টেম্বর শেষবার নবান্নে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। স্পেন সফরে যাওয়ার আগের দিন সরকারি আধিকারিকদের যাবতীয় কাজকর্ম বুঝিয়ে দিয়ে এসেছিলেন তিনি। এরপর বার্সেলোনা-স্পেন সফর সারেন মমতা। সেখান থেকে গত ২৩ সেপ্টেম্বর কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী।

C M Mamata Banerjee: ৫০ দিন পর নবান্নে গেলেন মমতা, অনুরাগীদের উদ্দেশ্যে নাড়লেন হাত
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2023 | 11:45 AM

কলকাতা: রাজ্যের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে হামেশাই কার্যত ছুটে বেড়াতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কখনও দলীয় কর্মসূচি, কখনও মিটিং-মিছিল, কখনও আবার বিদেশ বিভুঁইয়ের বিভিন্ন কাজে তিনি সফর করে থাকেন। তবে গত কয়েকদিন ধরে কার্যত গৃহবন্দি ছিলেন তিনি। অবশেষে পঞ্চাশ দিন পর মঙ্গলবার নবান্নে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন, মুখ্যমন্ত্রীর যাওয়ার সম্ভাবনাকে মাথায় রেখে পুলিশি ব্যবস্থাও ছিল জোরদার। নবান্নে যাওয়ার পথে গাড়ি থেকে অনুরাগীদের উদ্দেশ্যে হাতও নাড়েন মুখ্যমন্ত্রী

গত ১১ সেপ্টেম্বর শেষবার নবান্নে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। স্পেন সফরে যাওয়ার আগের দিন সরকারি আধিকারিকদের যাবতীয় কাজকর্ম বুঝিয়ে দিয়ে এসেছিলেন তিনি। এরপর বার্সেলোনা-স্পেন সফর সারেন মমতা। সেখান থেকে গত ২৩ সেপ্টেম্বর কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী।

তবে কলকাতায় ফেরার পর পায়ে যন্ত্রণা অনুভব করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে এসএসকেএম-এ যান চিকিৎসার জন্য। তখনই চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। এরপর থেকেই একপ্রকার ঘরে বন্দি মমতা বন্দ্যোপাধ্যায়। আর বাড়ি থেকে বেরোননি। তবে বাড়ি থেকেই যতটা সম্ভব প্রশাসনিক কাজ-কর্ম সামলেছেন তিনি। কয়েকদিন আগে হয়ে যাওয়া দুর্গাপুজোর উদ্বোধনও করেছেন ভার্চুয়াল মাধ্যমে। তবে ২৭ অক্টোবর বাড়ি থেকে বেরিয়েছিলেন। দুর্গাপুজোর কার্নিভালে রেড রোড গিয়েছিলেন। কিন্তু দফতরের আজই প্রথম বেরলেন।