Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

C V Anand Bose: উপাচার্য নিয়োগে সার্চ কমিটিতে রাজভবনের প্রতিনিধি কি ভিন রাজ্যের কেউ?

C V Anand Bose: শুক্রবার রাজ্যপাল স্পষ্ট করে দিলেন, আচার্য হিসাবে তিনি তাঁর সার্চ কমিটির সদস্যদের খুঁজে পেয়ে গিয়েছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই সার্চ কমিটি নিয়ে একাধিকবার চিঠি করেছেন রাজ্যপালকে।

C V Anand Bose: উপাচার্য নিয়োগে সার্চ কমিটিতে রাজভবনের প্রতিনিধি কি ভিন রাজ্যের কেউ?
রাজ্যপাল সি.ভি আনন্দ বোস।Image Credit source: টিভি৯ বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2023 | 10:54 AM

কলকাতা: বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ ঘিরে রাজভবন ও বিকাশ ভবনের মধ্যে সংঘাত তুঙ্গে উঠেছিল। জট কাটাতে হস্তক্ষেপ করতে হয় দেশের শীর্ষ আদালতকে। উপাচার্য নিয়োগে সার্চ গঠন করবে সুপ্রিম কোর্ট। তার জন্য রাজ্যপাল, রাজ্য ও ইউজিসি-র কাছে প্রস্তাবিত নামের তালিকা চেয়েছে সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এবার রাজভবন ও রাজ্যের মধ্যে দ্বন্দ্ব কিছুটা হলেই থিতিয়েছে। কিন্তু প্রশ্ন এই সার্চ কমিটিতে কি ভিন রাজ্যের কেউ থাকবেন? তা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

শুক্রবার রাজ্যপাল স্পষ্ট করে দেন, আচার্য হিসাবে তিনি তাঁর সার্চ কমিটির সদস্যদের খুঁজে পেয়ে গিয়েছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই সার্চ কমিটি নিয়ে একাধিকবার চিঠি করেছেন রাজ্যপালকে। মনে করা হচ্ছে, সেই চিঠিরই মৌখিক জবাব দিয়ে দিলেন রাজ্যপাল। তবে সার্চ কমিটিতে ভিন রাজ্যের কেউ থাকবেন কিনা, সেই জল্পনা তিনি জিইয়ে রাখলেন। সার্চ কমিটিতে প্রস্তাবিত নামের তালিকা ২৫ তারিখ জমা পড়বে সুপ্রিম কোর্টে। ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি।

রাজ্যপাল এদিন এটাও স্পষ্ট করে দেন, “রাজভবন রাজনীতির ঊর্ধ্বে। এটি একটি অরাজনৈতিক পরিসর হাওয়া উচিৎ।” এর আগে শাসকদলের নেতা-মন্ত্রীরা বারবার দাবি করেছেন, রাজ্যপাল কেন্দ্রের সরকার অর্থাৎ বিজেপির কথা অনুযায়ী পদক্ষেপ করছেন। সেই প্রেক্ষিতেই এদিন রাজ্যপালের এই মন্তব্য বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে ম্যাকাউটে অস্থায়ী উপাচার্যদের নিয়ে যখন বৈঠক করেছিলেন আচার্য তথা রাজ্যপাল, তখন তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নির্বাচনে ভিন রাজ্যের বিশেষজ্ঞদের আনার কথা বলেছিলেন। অস্থায়ী উপাচার্যদের সঙ্গে কো অর্ডিনেশন বৈঠকের পর তিনি এ কথা বলেছিলেন।

আলিয়া বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য হিসাবে কেরলের প্রাক্তন আইপিএস এম ওয়াহাবকে নিযুক্ত করেছিলেন আচার্য। আদৌ প্রাক্তন আইপিএসের শিক্ষাঙ্গন চালানোর অভিজ্ঞতা রয়েছে কিনা, তা নিয়েও ব্যাপক বিতর্ক হয়। তার আগে অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তীকালীন উপাচার্য হিসাবে নিযুক্ত করেন রাজ্যপাল। যা নিয়ে সরকারের সঙ্গে রাজভবনের সংঘাতও তুঙ্গে ওঠে। বিষয়টি গড়ায় শীর্ষ আদালত পর্যন্তও। উপাচার্য নিয়োগে সার্চ কমিটিতে রাজ্যপালের প্রতিনিধি ভিন রাজ্যের কেউ থাকবেন কিনা, তা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।