Rujira Banerjee: অভিষেক-পত্নীর দায়ের করা মামলায় ইডিকে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
ED: কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশে বলেছে, এবার থেকে যে কোনও ক্ষেত্রে 'সার্চ অ্যান্ড সিজার'-এর সময় কোনও লাইভ স্ট্রিমিং করা যাবে না। ইডি তার অভিযানের ক্ষেত্রে আগে থেকে এ বিষয়ে সংবাদমাধ্যমকে জানাতে পারবে না।
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় গোপনীয়তার অধিকার রক্ষার আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর বক্তব্য, গোপনীয়তার অধিকার খর্ব করা হচ্ছে। সংবিধান মেনে রক্ষাকবচ চেয়েছিলেন তিনি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ এই মামলায় ইডি ও সংবাদমাধ্যমের ভূমিকাতে অন্তর্বর্তীকালীন নির্দেশ শোনাল। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে এই মামলা ছিল।
আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশে বলা হয়েছে, এবার থেকে যে কোনও ক্ষেত্রে ‘সার্চ অ্যান্ড সিজার’-এর সময় কোনও লাইভ স্ট্রিমিং করা যাবে না। ইডি তার অভিযানের ক্ষেত্রে আগে থেকে এ বিষয়ে সংবাদমাধ্যমকে জানাতে পারবে না। ইডি সংবাদমাধ্যমকে নিয়ে গিয়ে কোনও তল্লাশি অভিযান বা রেইড চালাতে পারবে না।
সার্চ অ্যান্ড সিজার’-এর বিষয়ে আগে থেকে কোনও কিছু প্রকাশ্যেও আনা যাবে না। সংবাদমাধ্যমে কোন খবর করলে সেখানে অভিযুক্তের ছবি ব্যবহার করা যাবে না। চার্জশিটের আগে কোনওরকম ছবি ছাপা যাবে না। এই মামলার পরবর্তী শুনানি ২০২৪ সালের জানুয়ারি মাসে।