BJP Durga Puja: নিউটাউন বাসস্ট্যান্ডে BJP সমর্থকদের দুর্গাপুজোয় ‘না’ হাইকোর্টের, ধোপে টিকল না কোনও যুক্তি
Durga Puja: কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের নির্দেশ, "ওই বাস স্ট্যান্ডের জমিতে পুজো করা যাবে না। হিডকোর তরফ থেকে অন্য জমির লিস্ট দেওয়া হবে মামলাকারীদের। সেই জমিতে পুজো করা যাবে।"
কলকাতা: নিউটাউনে বাসস্ট্যান্ডের জমিতে হবে না বিজেপি সমর্থকদের দুর্গাপুজো। পুজো করতে হবে অন্যত্র। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। উল্লেখ্য, নিউটাউন বাসস্ট্যান্ডে বিজেপির সমর্থকদের পুজোর অনুমতি দেওয়া হচ্ছে না বলে হিডকো ও এনকেডিএ-র বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল। তাদের বক্তব্য ছিল, বাস ডিপোর ম্যানেজারের তরফ থেকে ইতিমধ্যেই দেওয়া হয়েছে “নো অবজেকশন”। তবে কেন হিডকো অনুমতি দিচ্ছে না? এই প্রশ্ন তুলেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল মানবজাতি কল্যাণ ফাউন্ডেশন নামে এক সংস্থার তরফ। সেই মামলাতেই শুক্রবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।
মামলাকারীদের তরফে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি আদালতে বলেন, “এই জায়গায় নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি হয়ে থাকে। বাস স্ট্যান্ডের কোনও সমস্যা নেই। তবে হিডকো অনুমতি দিচ্ছে না। এখানে পুজো হলে, কোনও কিছু সমস্যা হবে না। সেন্ট্রাল মলের ঠিক পাশে এবং বাস স্টপের আগে এই বছর আরও একটি নতুন পুজো হচ্ছে। সেটি অনুমতি পেয়ে গেল। সেটির পৃষ্ঠপোষক রাজ্যের মন্ত্রী বলে?” উল্লেখ্য, ওই পুজোস্থল থেকে আনুমানিক ৮০০ মিটার দূরে আয়োজন করা হয় আরও একটি পুজো। সেটির আয়োজক দেবাশিস সেনের স্ত্রী এবং পৃষ্ঠপোষক ফিরহাদ হাকিম।
অন্যদিকে হিডকোর আইজীবী আদালতে জানান,”কোন রাস্তা, পার্ক, বাস স্ট্যান্ডে পুজোর কোন অনুমতি নেই। প্রতি ব্লকে নিজস্ব পার্ক আছে। হিডকোর এই জাতীয় কোনও জায়গায় পুজো করতে চার্জ দিতে হয়।” পাল্টা তরুণজ্যোতি তিওয়ারি বলেন, “নতুন আর একটি পুজোকে অনুমতি দেওয়া হলো কেন? ওই পুজোর প্রেসিডেন্টের নাম-এর জন্য?” তিনি আরও বলেন, “আমরা নিউটাউন বাস স্ট্যান্ড থেকে অন্যত্র পুজো সরিয়ে নিতে রাজি। তবে হিডকোকে এটি নিশ্চিত করতে হবে, ওই জমিতে আর কোনও রাজনৈতিক অনুষ্ঠান বা অন্য কোনও অনুষ্ঠান আয়োজন করা হবে না।”
দুই পক্ষের বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের নির্দেশ, “ওই বাস স্ট্যান্ডের জমিতে পুজো করা যাবে না। হিডকোর তরফ থেকে অন্য জমির লিস্ট দেওয়া হবে মামলাকারীদের। সেই জমিতে পুজো করা যাবে।”