শর্তসাপেক্ষে পার্শ্বশিক্ষকদের অবস্থান বিক্ষোভের অনুমতি দিল আদালত
শহিদ মিনার চত্বরে অবস্থান-বিক্ষোভের অনুমতি দিয়েছে আদালত। তবে শর্ত বেঁধে দিয়ে বলা হয়েছে, ৫০০ জনের বেশি জমায়েত করা যাবে না। করোনা বিধি মেনে জমায়েত করতে হবে।
কলকাতা: রবিবার জরুরি ভিত্তিতে মামলার শুনানি করে শর্তসাপেক্ষে পার্শ্বশিক্ষকদের (Para Teacher) অবস্থান বিক্ষোভের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামিকাল, অর্থাৎ সোমবার থেকে থেকে আগামী বুধবার পর্যন্ত শহিদ মিনার চত্বরে অবস্থান-বিক্ষোভের অনুমতি দিয়েছে আদালত। তবে শর্ত বেঁধে দিয়ে বলা হয়েছে, ৫০০ জনের বেশি জমায়েত করা যাবে না। করোনা বিধি মেনে জমায়েত করতে হবে।
যদিও শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, প্রায় ৫০ হাজার লোকের জমায়েতের পরিকল্পনা রয়েছে। আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এত লোকের জমায়েত না করতে দিয়ে পুলিস ঠিক কাজ করেছে বলে পর্যবেক্ষণে জানান বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। শুধুমাত্র এই মামলার জন্যই আজ, রবিবার শুনানি করেন বিচারপতি।
আরও পড়ুন: নাড্ডা ফিরতেই মুস্থূলির সেই পাঁচ কৃষক পরিবার তৃণমূলের বিধায়কের দ্বারস্থ!
শিক্ষক ঐক্য মঞ্চ আগামিকাল রানি রাসমনি রোডে মিছিল করার অনুমতি চেয়েছিল। একাধিক দাবি নিয়ে নবান্নে গিয়ে ডেপুটেশনও জমা দেওয়ার কথা ছিল। সেই মর্মে সেনার কাছে থেকে অনুমতিও নেওয়া হয়েছিল। কিন্তু পার্শ্বশিক্ষকদের দেওয়া সেই অনুমতি গতকাল রাতে পুলিস বাতিল করে। পুলিসের বক্তব্য, গঙ্গাসাগর মেলা জন্য এই অনুমতি দেওয়া সম্ভব নয়। তারপরই হাইকোর্টে মামলা দায়ের করে ঐক্য মঞ্চ। মামলাকারী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর আবেদনে আজ দুপুরে জরুরি ভিত্তিতে শুনানি হয়।
আরও পড়ুন: দুয়ারে কে আগে বিনে পয়সায় পৌঁছে দেবে ভ্যাকসিন? এ নিয়ে তরজা কেন্দ্র-রাজ্যের