কলকাতা পুলিসের আরও এক কর্মীর প্রাণ কাড়ল করোনা
তিনি জোড়াবাগান থানার পুলিস ড্রাইভার ছিলেন। গত ২৪ ডিসেম্বর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হন মেডিক্যাল কলেজ হাসপাতালে। রবিবার সকালেই তাঁর মৃত্যু হয়
কলকাতা: আগামী ১৬ জানুয়ারি থেকে কোভিড (Covid 19) যুদ্ধে থাকা ফ্রন্টলাইন ওয়ার্কারদের টিকাকরণ শুরু হতে চলেছে দেশজুড়ে। কিন্তু, করোনায় (Coronavirus) আক্রান্ত হয়ে প্রথম সারির যোদ্ধাদের মৃত্যু মিছিল বন্ধ হচ্ছে না। কলকাতা পুলিসের (Kolkata Police) আরও এক কর্মীর মৃত্যু হল করোনায় আক্রান্ত হয়ে।
কলকাতা পুলিশের হেড কোয়াটার ফোর্সের পুলিশ ড্রাইভার সমর কুমার ঘোষ। ডেপুটেশনে কর্মরত ছিলেন জোড়াবাগান থানায়। একেবারে সামনের…
Posted by Kolkata Police on Sunday, January 10, 2021
মৃত পুলিস কর্মীর নাম সমর কুমার ঘোষ। তিনি জোড়াবাগান থানার পুলিস ড্রাইভার ছিলেন। গত ২৪ ডিসেম্বর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হন মেডিক্যাল কলেজ হাসপাতালে। রবিবার সকালেই তাঁর মৃত্যু হয়। এই নিয়ে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কলকাতা পুলিসের ২২ জন কর্মীর মৃত্যু হল। আক্রান্তের সংখ্যা ৩,৪৫০ ছাড়িয়েছে। সমরবাবুর মৃত্যুতে শোকের আবহ জোড়াবাগান থানায়।
আরও পড়ুন: সোমবার রাজপথে নামার আগেই শোভন বৈশাখীর পোস্টারে অশালীন চিরকূট!
করোনার সংক্রমণ ও লকডাউন শুরু হওয়ার পর থেকেই সামনে থেকে পরিস্থিতি সামলেছে কলকাতা পুলিস। যখন গোটা শহর তথা রাজ্যবাসী কার্যত গৃহবন্দি, তখন বাইরে থেকে এই অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন পুলিস কর্মীরা। তাঁদের এই অবদানের কথা মাথায় রেখে কৃতজ্ঞতা প্রকাশ করতে কেন্দ্র সরকার ইতিমধ্যেই ফ্রন্টলাইন যোদ্ধাদের বিনামূল্যে টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে। আগামী শনিবার থেকে সেই কর্মসূচি শুরু হচ্ছে দেশজুড়ে।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় নাম পুলিসের খাতায়! বিজেপিতে গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন বিতর্কিত সেই নেতা